মৌসুমীর জন্মদিনে ওমর সানীর আবেগঘন বার্তা
চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন মানেই ওমর সানীর জীবনে এক বিশেষ দিন। যদিও গত দুই বছর ধরেই দূরত্ব তাদের মাঝে, তবুও ভালোবাসায় একটুও ভাটা পড়েনি। এবারও প্রিয়তমা স্ত্রীর জন্মদিনে দূর থেকেই ভালোবাসা ছড়িয়ে দিলেন নায়ক।
নিজের ফেসবুকে তিনি লিখেছেন —
👉 “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা খুব কাছে — এটাই বাস্তব।”
২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। দেশে ফেরার ইচ্ছা থাকলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। ফলে এবারের জন্মদিনও কাটছে প্রবাসে, প্রিয়জনদের দূরে রেখে। গত বছরও তিনি বলেছিলেন,
💬 “দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন, প্রিয়জনেরা আসতেন কেক-ফুল নিয়ে। বিদেশে বসে সেই পরিবেশটা খুব মিস করি।”
১৯৭৩ সালের ৩ নভেম্বর জন্ম নেওয়া এই কিংবদন্তি অভিনেত্রী ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন। প্রথম সিনেমাতেই জয় করেন দর্শকের হৃদয়। শুধু অভিনয় নয়— তিনি গান গেয়েছেন, পরিচালনা ও প্রযোজনাও করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান।
ওমর সানী ও মৌসুমীর প্রেম শুরু হয়েছিল শুটিংয়ের সেটে। এরপর গোপন বিয়ে, পরে ঘটা করে আয়োজন — আজও তাদের গল্প অনুপ্রেরণা হয়ে আছে অসংখ্য ভক্তের কাছে। তাদের সংসারে আছে দুই সন্তান — ফারদীন ও ফাইজা।
❤️ দূরত্ব যতই হোক, ভালোবাসা এখনো আগের মতোই অটুট — “ওমর সানী ও মৌসুমী” মানেই এক চিরন্তন জুটি।
#OmarSani #Moushumi #BanglaCinema #CelebrityLove

Comments
Post a Comment