‘ঢাকাইয়া দেবদাস’-এ বুবলী, শাকিব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে নেটদুনিয়ায় তোলপাড়
পুরান ঢাকার সংস্কৃতি, ভাষা ও জীবনধারাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর এক ক্লাবে অনুষ্ঠিত হয় এর জমকালো মহরত অনুষ্ঠান। প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী, প্রযোজক এবং পরিবেশনা সংস্থার সদস্যরা।
মহরতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন বুবলী। এসময় সাংবাদিকরা জানতে চান, অন্য নায়কের সঙ্গে কাজ করতে গিয়ে কখনও কি শাকিব খানের বাধার মুখে পড়েছেন? প্রশ্ন শুনে সরাসরি উত্তর না দিয়ে বুবলী কৌশলে বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন,
“শাকিব-বুবলী জুটি বরাবরই দর্শকদের প্রিয়। দর্শকের ভালোবাসা ছিল, আছে এবং থাকবে। আমরা প্রত্যেকে নিজের সত্তা নিয়েই কাজ করি। অন্য শিল্পীর সঙ্গেও কাজ করলে দর্শকরা সেটিও তাদের মতো করেই গ্রহণ করেন।”
বুবলীর এই সংযত জবাবের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেউ প্রশংসা করছেন তার পরিপক্বতা, কেউ আবার বলছেন—অভিনেত্রী নতুন বিতর্ক এড়াতেই এমন উত্তর দিয়েছেন।
উল্লেখ্য, শাকিব-বুবলী একসময় ছিলেন জনপ্রিয় অনস্ক্রিন জুটি। বুবলী তার অভিনয়জীবনের শুরুতেই টানা ১০টি ছবিতে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে, যার মধ্যে প্রথম সিনেমা ছিল ‘বসগিরি’। কাজের সূত্রেই দুজনের ঘনিষ্ঠতা, পরে ২০১৮ সালে তারা গোপনে বিয়ে করেন এবং তাদের ঘরে আসে ছেলে শেহজাদ। যদিও বিয়ের খবর পরে প্রকাশ্যে আসে, সম্পর্কের ভাঙন নিয়েও দীর্ঘদিন ছিল গুঞ্জন। তবে সম্প্রতি একসঙ্গে দেখা যাওয়ায় তাদের ভক্তরা আবারও আশাবাদী।
#ShobnomBubly #DhakaiyaDevdas #ShakibKhan #BanglaCinema

Comments
Post a Comment