ChatGPT said: নতুন ছবিতে বড় পর্দায় অভিষেক করতে চলেছেন রিচি সোলায়মান

প্রায় তিন দশক ছোট পর্দায় উজ্জ্বল উপস্থিতির পর এবার তিনি প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হচ্ছেন ‘Robi in Dhaka’ ছবিতে। তাঁর সঙ্গে রয়েছেন ইমতিয়াজ বারশোন।

রাজীব সলেহীন পরিচালিত ও সাজগোজ প্রযোজিত এই ছবিতে উঠে আসবে জেনারেশন জেড–এর হতাশা, মানসিক চাপ এবং আবেগিক পুনরুদ্ধারের যাত্রা। এ মাসের শেষেই শুরু হবে শুটিং।

চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে বারশোন বলেন, “মানুষ কীভাবে হতাশা, মানসিক চাপ আর ব্যক্তিগত সংকটের মাঝেও বেঁচে থাকার শক্তি খুঁজে পায়—এই গল্পের সেই দিকটি আমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে।”

রিচি সোলায়মানও এত দিন প্রকল্পটি গোপন রেখেছিলেন, জানিয়ে ছিলেন যে তিনি রাখতে চান “একটি সারপ্রাইজ”। ছবিটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, আরমান পারভেজ মুরাদসহ অন্যরা। আগামী বছর মুক্তি পাবে ছবিটি।

#RobiInDhaka #RichiSolaiman #BanglaCinema #NewFilm


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]