বাবা হলেন সংগীতশিল্পী ইমরান—ঘরে এলো নতুন অতিথি!

জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুলের পরিবারে এসেছে খুশির খবর। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরানের স্ত্রী মেহের আয়াত জেরিনের কোলে এসেছে একটি ফুটফুটে কন্যাসন্তান। বিষয়টি প্রথম নিশ্চিত করেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। তিনি জানান, মা ও মেয়ে দু’জনই আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছেন।

ইমরানও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আনন্দঘন এই মুহূর্তটি শেয়ার করে লিখেছেন,
“আলহামদুলিল্লাহ, প্রথমবার বাবা হলাম! আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট্ট রাজকন্যার আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে তুলবে। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য।”

২০২৩ সালের ২৪ মে পারিবারিক আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ইমরান ও মেহের আয়াত জেরিন।
২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’-এর প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসেন ইমরান, এরপর থেকে একক গায়ক, সংগীত পরিচালক ও স্টেজ পারফর্মার হিসেবে নিজের অবস্থান দৃঢ় করে তুলেছেন।


#ImranMahmudul #BabyGirl #CelebrityNewsBD #BlessedFamilyMoment


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]