আরিফিন শুভ’র বলিউড অভিষেক
‘জ্যাজ সিটি’—প্রকাশ পেল রিলিজ ডেট
সনি লিভ প্রযোজিত বলিউড ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’–এর টিজার প্রকাশের সঙ্গে সঙ্গে আলোচনায় এসেছে আরিফিন শুভ’র বহু প্রতীক্ষিত বলিউড অভিষেক। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তি পাওয়া টিজারটি স্পষ্ট করেছে—এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র জিমি রয়–এর ভূমিকায় প্রথমবারের মতো মূল ধারার ভারতীয় প্রজেক্টে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের এই তারকা।
বলিউডে বাংলাদেশি অভিনেতাদের উপস্থিতি বরাবরই সীমিত, আর লিড চরিত্র তো আরও বিরল। সেই প্রেক্ষাপটে ‘জ্যাজ সিটি’ এক আশাব্যঞ্জক মাইলফলক। টিজারে শুভকে দেখা যায় একাধিক লুকে—ধূসর স্যুটে সংযত, গম্ভীর উপস্থিতি থেকে শুরু করে সাদা পোশাকে প্রাণবন্ত নৃত্যদৃশ্য। রেট্রো হেয়ারস্টাইল ও পোশাক ১৯৭০–এর দশকের আবহকে জীবন্ত করে তোলে।
চরিত্রটি নিয়ে শুভ বলেন, “এটি এক স্তরবহুল গল্প, যেখানে সংলাপের মতোই কথা বলে সঙ্গীত। সঙ্গীত, নীরবতা আর অনুভূতির মধ্য দিয়ে ‘জ্যাজ সিটি’ এক গভীর জ্যাজ-আবহ তৈরি করে।” সিরিজটিতে তিনি চার ভাষায় সংলাপ দিয়েছেন—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি।
পোস্ট-লিবারেশন বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট ও ১৯৭০–এর দশকের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত সিরিজটি পরিচালনা, লেখা ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন (জুবিলি)। শুভ’র বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র, সঙ্গে বলিউড ও টলিউডের পরিচিত মুখেরা।
‘জ্যাজ সিটি’ মুক্তি পাচ্ছে ৬ ফেব্রুয়ারি, ২০২৬।
#ArifinShuvoo #JazzCity #BollywoodDebut #SonyLIV

Comments
Post a Comment