মেহজাবিন অভিনীত ‘সাবা’ এবার ওটিটিতে
থিয়েটার ঘুরে এবার দর্শকের ঘরে। গত সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর মেহজাবিন চৌধুরী অভিনীত সিনেমা ‘সাবা’ এখন দেখা যাচ্ছে জনপ্রিয় ওটিট প্ল্যাটফর্ম হইচই–তে। হইচই তাদের ফেসবুক পোস্টে জানায়, দায়িত্ব আর দৈনন্দিন সংগ্রামের ভেতর দিয়ে বেড়ে ওঠা এক মেয়ের আত্মঅন্বেষণের গল্প নিয়েই আসছে ‘সাবা’। ১৯ ডিসেম্বর থেকে সিনেমাটি স্ট্রিম করা যাচ্ছে।
মাকসুদ হোসেন পরিচালিত ৯০ মিনিটের এই চলচ্চিত্রে উঠে এসেছে এক মধ্যবিত্ত মা–মেয়ের টিকে থাকার লড়াই। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে এবং তার স্ত্রী ত্রিলোরা খান। গল্পের কেন্দ্রীয় চরিত্র সাবা—যার বাবা অনুপস্থিত, আর সড়ক দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত মা শিরিন পুরোপুরি নির্ভরশীল মেয়ের ওপর। হুইলচেয়ারে বন্দি মাকে দেখাশোনা, সংসারের ভার আর আর্থিক টানাপোড়েনে সাবার নিজের ক্যারিয়ার যেন থমকে যায়। এর মধ্যেই মায়ের হঠাৎ হার্ট অ্যাটাক ও জরুরি অস্ত্রোপচার তার জীবনের সংকট আরও গভীর করে তোলে।
মেহজাবিন চৌধুরীর পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। ‘সাবা’ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ারের পর সিনেমাটি প্রদর্শিত হয়েছে বুসান, রেড সি, গথেনবার্গ, ওসাকা ও ডালাস চলচ্চিত্র উৎসবে। চলতি বছরের মার্চে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কারও জিতে নেয় ছবিটি।
সংবেদনশীল গল্প আর শক্তিশালী অভিনয়ের এই সিনেমা এখন হইচইয়ে—দেখে নিতে পারেন আজই।
#Saba
#MehazabienChowdhury
#BangladeshiCinema
#Hoichoi

Comments
Post a Comment