ঢালিউডে মিষ্টি জান্নাত মানেই আলোচনার ঝড়
অভিনয়ের পাশাপাশি স্পষ্টভাষী মনোভাবের কারণেও তিনি বরাবরই আলাদা করে নজরে থাকেন। ব্যক্তিগত জীবন হোক কিংবা সমাজব্যবস্থা—নিজের অবস্থান প্রকাশ করতে কখনোই দ্বিধা করেন না এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সমাজের আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মিষ্টি জান্নাত। তিনি লিখেছেন, বর্তমান সময়ে ভদ্রতা আর সংযমের যেন কোনো মূল্যই নেই। আর ঠিক সেই কারণেই তিনি আবার “আগের ফর্মে” ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
হঠাৎ এমন ঘোষণার পেছনের কারণ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও, কমেন্ট বক্সে অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ কেউ লিখেছেন, সত্য কথা বলার সাহস সবার থাকে না—মিষ্টি জান্নাত সেটাই আবার প্রমাণ করলেন।
#মিষ্টি_জান্নাত
#স্পষ্টভাষী
#সোশ্যাল_মিডিয়া
#ঢালিউড

Comments
Post a Comment