‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল—আশা নাকি আবারও গুজব? মুখ খুললেন শারমান যোশি

বলিউডের ইতিহাসে অন্যতম আইকনিক সিনেমা ‘থ্রি ইডিয়টস’। মুক্তির ১৬ বছর পেরোতে চলেছে এই ছবির, তবু এর আবেদন আজও অটুট। ২৫ ডিসেম্বর এই বিশেষ উপলক্ষে আবার নতুন করে আলোচনায় উঠে এল সিনেমাটির সম্ভাব্য সিক্যুয়েল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা শারমান যোশি জানালেন, তিনি ব্যক্তিগতভাবে চান ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল হোক। তবে বাস্তবতা হলো—এ বিষয়ে এখনো তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শারমান বলেন, আগেও একাধিকবার সিক্যুয়েল নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল, কিন্তু পরে সেগুলো গুজব বলেই প্রমাণিত হয়। এমনকি একবার তো জানা যায়, সেটি ছিল কেবল একটি বিজ্ঞাপনের কাজ।

সিক্যুয়েল হলে গল্প কোন পথে যাবে—এই সিদ্ধান্ত পুরোপুরি পরিচালক রাজকুমার হিরানী, চিত্রনাট্যকার অভিজাত যোশি এবং আমির খান-এর ওপরই নির্ভর করবে বলে মনে করেন শারমান। তাঁর কথায়, “গল্প এগোনোর জায়গা আছে কি না, সেটা ওরাই সবচেয়ে ভালো বুঝবেন।”

১৬ বছর আগের শুটিংয়ের স্মৃতিচারণ করতেও ভোলেননি অভিনেতা। হাসতে হাসতে জানান, তখন তিনি জিমে সিক্স প্যাক বানাচ্ছিলেন। রাজকুমার হিরানী ফোন করে বলেছিলেন—“আগামী তিন বছর জিমে যাওয়ার দরকার নেই।”

সিনেমার সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি ছিল শারমান অভিনীত চরিত্রের আত্মহত্যার চেষ্টা। সেই দৃশ্য নিয়ে তিনি জানান, শুরুতে দৃশ্যটি ঠিকভাবে কাজ করছিল না। পরে পরিবারের আবেগঘন অংশ আর ভাঙা বাতির শেষ শট যোগ করতেই দৃশ্যটি হয়ে ওঠে শক্তিশালী।

এই দৃশ্য দর্শকদের এতটাই নাড়া দিয়েছিল যে, অনেকেই তাঁর বাবা-মাকে ফোন করে জানতে চেয়েছিলেন তিনি বাস্তবে ঠিক আছেন কি না। এমনকি প্রিমিয়ারে তাঁর চার বছরের মেয়েও সেই দৃশ্য দেখে কেঁদে ফেলেছিল।

সব মিলিয়ে, ১৬ বছর পরও ‘থ্রি ইডিয়টস’ প্রমাণ করে—ভালো গল্প কখনো পুরোনো হয় না। এখন শুধু অপেক্ষা, সেই তিন বন্ধুর গল্প কি আবারও বড় পর্দায় ফিরে আসে? 🎥✨

#ThreeIdiots
#SharmanJoshi
#BollywoodClassic
#SequelBuzz


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]