পোরি মনিকে নিয়ে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘প্রীতিলতা’ অবশেষে আবার ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছে

পোরি মনিকে নিয়ে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘প্রীতিলতা’ অবশেষে আবার ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছে। বিপ্লবী নারী মুক্তিযোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন অবলম্বনে নির্মিত এই ছবির শুটিং নতুন বছরে পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছেন পরিচালক রাশিদ পলাশ।

২০২০ সালে শুরু হওয়া ছবিটির প্রায় ৩০ শতাংশ কাজ তখনই শেষ হয়েছিল। ঢাকার অংশের শুটিং সম্পন্ন হলেও নানা জটিলতা ও পোরি মনির মাতৃত্বকালীন বিরতির কারণে চট্টগ্রামের অংশের কাজ থেমে যায়। এর মধ্যে ২০২৩ সালে প্রীতিলতাকে নিয়ে আরেকটি চলচ্চিত্র মুক্তি পেলেও পোরি মনি অভিনীত ‘প্রীতিলতা’ রয়ে যায় অনিশ্চয়তায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোরি মনির সঙ্গে একটি ছবি শেয়ার করে রাশিদ পলাশ লেখেন, “এবার ‘প্রীতিলতা’ শেষ হবে, ইনশাআল্লাহ ২০২৬।” উত্তরে পোরি মনির মন্তব্য—“আমি রেডি।” এই কথোপকথনই ইঙ্গিত দিচ্ছে, সব জট খুলে আবার শুরু হতে যাচ্ছে ছবিটির কাজ।

পরিচালক জানান, সবকিছু ঠিক থাকলে ঈদুল ফিতরের পর এপ্রিল মাসে চট্টগ্রামে বাকি অংশের শুটিং শুরু হবে। এরপর সম্পন্ন হবে সম্পাদনা ও পোস্ট-প্রোডাকশনের কাজ। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রব্বানী।

দীর্ঘ অপেক্ষার পর ইতিহাসের এক সাহসী অধ্যায়কে পর্দায় তুলে ধরার এই যাত্রা আবার শুরু হতে যাচ্ছে—এটাই এখন দর্শকদের জন্য সবচেয়ে বড় খবর।

#Pritilata
#PoriMoni
#BanglaCinema
#BangladeshFilm


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]