মাধুরীর পর এবার দীপিকার পাশে দাঁড়ানো নিয়ে সরব হলেন ‘বাহুবলী’ তারকা রানা দাগ্গুবাটি

‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকার সরে দাঁড়ানো ঘিরে ৮ ঘণ্টার শিফট বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই দ্য হলিউড রিপোর্টার রাউন্ড টেবিল ২০২৫-এ রানা জানালেন নিজের মতামত।

রানার ভাষায়—ফিল্ম ইন্ডাস্ট্রির কাজকে নিয়মিত চাকরির মানদণ্ডে ফেলা যাবে না। এটি চাকরি নয়, বরং একটি লাইফস্টাইল। প্রতিটি সিনেমার আলাদা পরিকল্পনা ও দাবি থাকে—কখনও আট ঘণ্টায় কাজ শেষ হয়, কখনও লেগে যায় টানা বহু ঘণ্টা। বিভিন্ন অঞ্চলে কাজের ধরনও ভিন্ন—মহারাষ্ট্রে ১২ ঘণ্টা শিফট, তেলুগু ইন্ডাস্ট্রিতে সকাল ৭টা থেকে ৮ ঘণ্টা—সবকিছুই নির্ভর করে মানুষ, প্রকল্প ও স্কেলের ওপর।

এদিকে ‘স্পিরিট’-এ দীপিকার জায়গায় এখন তৃপ্তি দিমরি। আর দীপিকা এগিয়ে যাচ্ছেন নতুন সব প্রজেক্টে—আল্লু অর্জুন–অ্যাটলি সিনেমা এবং শাহরুখ খানের সঙ্গে বহু প্রতীক্ষিত ‘কিং’।

*Photo: Collected

#DeepikaPadukone #RanaDaggubati #BollywoodNews #FilmIndustryDebate


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]