মায়ের স্মৃতিতে আবেগঘন বার্তা দিলেন প্রার্থনা ফারদিন দীঘি
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) প্রখ্যাত অভিনেত্রী দোয়েলের ১৪তম মৃত্যুবার্ষিকীতে শৈশবের একটি ছবি শেয়ার করে ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করেন দীঘি। পোস্টে তিনি লেখেন, সময় কত দ্রুত পেরিয়ে গেল—১৪ বছর হয়ে গেলেও মাকে ছাড়া কিছুই যেন অর্থবহ লাগে না। সারা বছর নিজেকে শক্ত রাখলেও এই দিনটি তাকে ভেঙে দেয়। বয়স যত বাড়ছে, ততই প্রশ্ন জাগে—কেন এত তাড়াতাড়ি চলে যেতে হলো মাকে। পৃথিবীর কোনো শক্তিই মায়ের শূন্যতা পূরণ করতে পারবে না বলেও লেখেন তিনি। শেষে মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান দীঘি।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা দীঘি ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন এবং ‘কাবুলিওয়ালা’, ‘এক টাকার বউ’ ও ‘চাচ্চু’ ছবিতে অভিনয়ের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বর্তমানে পড়াশোনার পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর বাবা সুব্রত চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল ছিলেন এক সময়ের জনপ্রিয় নায়িকা। দোয়েল ১৯৮২ সালে ‘চন্দ্রনাথ’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন; শেষবার অভিনয় করেন ‘কাবুলিওয়ালা’ ছবিতে।
#Dighi
#Doyel
#DeathAnniversary
#BanglaCinema

Comments
Post a Comment