ইধিকা পল এবার ঢালিউডের জনপ্রিয় তারকা সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন নতুন ছবি ‘রাক্ষস’–এ
রায়হান রাফির ‘অন্ধার’ শেষ করার পরই সিয়াম নেমে পড়েছেন এই ছবির প্রস্তুতিতে। বেশ কয়েক সপ্তাহ ধরেই ছবির নায়িকা নিয়ে চলছিল গুঞ্জন—কারও নামই নিশ্চিত করা হচ্ছিল না। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রযোজনা–সংশ্লিষ্ট এক সূত্র নিশ্চিত করেছে, টলিউড অভিনেত্রী ইধিকাই থাকছেন এই ছবির নারী প্রধান চরিত্রে। খুব শিগগিরই চুক্তিতে সই করবেন তিনি।
এটাই হতে যাচ্ছে সিয়াম–ইধিকার প্রথম অনস্ক্রিন জুটি। এর আগে ‘সিকান্দার’ ছবিতে একসঙ্গে কাজ করার কথা শোনা গেলেও তা আর হয়নি। কিন্তু ‘রাক্ষস’-এর মাধ্যমে বহুদিনের সেই আলোচনায় এবার আলোর দেখা মিলল।
বাংলাদেশি দর্শকদের কাছে ইধিকা পরিচিতি পান শাকিব খানের ব্লকবাস্টার ‘প্রিয়তোমা’ দিয়ে। এরপর ‘বরবাদ’ ও হাসিবুর রেজার ‘কবি’–তেও প্রশংসিত হয়েছেন। পাশাপাশি টলিউডে দেবের সঙ্গে ‘খাদান’ ও ‘রঘু ডাকাত’-এ অভিনয় করে দুই বাংলায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন।
অন্যদিকে সিয়ামের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘জংলি’। ক্যারিয়ারের শুরু থেকে তিনি ‘দহন’, ‘বিশ্বসুন্দরী’, ‘শান’, ‘মৃধা বনাম মৃধা’, ‘অপারেশন সুন্দরবন’, ‘দামাল’, ‘অন্তর্জাল’সহ ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার ‘রাক্ষস’–এ তার নতুন লুক, নতুন রূপ—সব মিলিয়ে ভক্তদের প্রত্যাশা তুঙ্গে।
ঢাকায় এ মাসেই শুরু হবে শুটিং। এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় হবে আন্তর্জাতিক লেভেলের অ্যাকশন দৃশ্যের চিত্রায়ণ। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তির পরিকল্পনা করছে নির্মাতা প্রতিষ্ঠান। জানা গেছে, ‘বরবাদ’-এর ধাঁচেই এই ছবিতেও থাকবে অ্যাকশন, স্টাইলিশ ভিজ্যুয়াল, ক্রাইম ড্রামা আর রোম্যান্সের সমন্বয়।
সব মিলিয়ে ‘রাক্ষস’ হতে পারে আগামী বছরের বড় ঈদের সবচেয়ে আলোচিত রিলিজগুলোর একটি।
#Rakkhosh #SiamAhmed #IdhikaPaul #BanglaCinema

Comments
Post a Comment