বারাণসীতে রাস্তার ধারের চাট খাওয়ার এক মুহূর্ত থেকেই নতুন বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত
সামাজিক মাধ্যমে নিজেই সেই ছবি–ভিডিও শেয়ার করার পর কিছু নেটিজেন অভিযোগ তোলেন, খাওয়া শেষে তিনি নাকি ময়লা প্লেট রাস্তায় ফেলে দিয়েছেন। বিষয়টিকে ঘিরে শুরু হয় পরিবেশ সচেতনতা নিয়ে কড়া সমালোচনা।
অভিযোগের জবাবে কঙ্গনা পাল্টা ব্যাখ্যা দিয়ে বলেন, পুরো ঘটনাটিকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। নিজের শেয়ার করা ছবির স্ক্রিনশট তুলে ধরে তিনি জানান, খাবার খাওয়ার সময় তার একেবারে পাশেই ডাস্টবিন ছিল এবং প্লেটটি সেখানেই ফেলা হয়েছে। অভিনেত্রীর ভাষ্য, “ভিত্তিহীন অভিযোগ করার আগে একটু ভালো করে দেখুন। আমি কখনোই রাস্তা বা শহর নোংরা করি না।”
যদিও এই ব্যাখ্যার পরও থামেনি আলোচনা। কেউ মনে করছেন, জনপ্রিয় তারকা হওয়ার কারণেই কঙ্গনাকে বাড়তি সমালোচনার মুখে পড়তে হয়, আবার কারও মতে পুরো বিষয়টাই সোশ্যাল মিডিয়ার অতিরঞ্জন। যা-ই হোক, ঘটনাটি এখনো নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে।
#KanganaRanaut
#SocialMediaDebate
#CleanIndia
#CelebrityWatch

Comments
Post a Comment