নীশি: প্রথম EMA অ্যাওয়ার্ডজয়ী বাংলাদেশি চলচ্চিত্রের দেশে প্রিমিয়ার আগামী সপ্তাহে
বাংলাদেশি চলচ্চিত্র “নীশি” যুক্তরাষ্ট্রের সম্মানজনক এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (EMA) অ্যাওয়ার্ড জয়ের পর এবার দেশেই প্রথমবারের মতো পর্দায় আসছে। আগামী ৬ ডিসেম্বর বিকেল ৩টায়, ঢাকার জার্মান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হিসেবে ছবিটির বিশেষ প্রদর্শনী হবে—এমনই জানিয়েছে ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া।
গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যের ওপর নির্মিত এই চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন রাব্বানী ও জহিরুল ইসলাম। দেশীয় প্রিমিয়ার প্রসঙ্গে রাব্বানী বলেন, “চলচ্চিত্রটি বিশ্বের বহু দেশে ঘুরে এসেছে, স্বীকৃতিও পেয়েছে। তবে নিজের দেশের দর্শকদের সামনে দেখানোর আনন্দই আলাদা। অনেকেই ব্যক্তিগতভাবে দেখতে চেয়েছিলেন—এই প্রদর্শনী সেই অপেক্ষার অবসান ঘটাবে।”
ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকা’র যৌথ প্রযোজনায় তৈরি “নীশি”–তে দেখানো হয়েছে এক চা–শ্রমিক কন্যার জীবনসংগ্রাম। পানির সংকটে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এ সুযোগে কাঠ ব্যবসায়ী লালচান টিউবওয়েলের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা নীশিকে বিয়ের জন্য চাপ দিতে থাকে।
চলচ্চিত্রটির শেষ ধাপের সম্পাদনা, কালার গ্রেডিং ও সাউন্ড ডিজাইন সম্পন্ন হয়েছে পোল্যান্ডের বিখ্যাত Łódź Film School–এ। এই স্কুলের সাবেক শিক্ষার্থী নাটালিয়া পুসনিক করেছেন সিনেমাটোগ্রাফি। সিলেটের চা–বাগান ও আশপাশের লোকেশনে চিত্রায়িত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চা–শ্রমিক পরিবারের সন্তান নীশি, সঙ্গে আরও আছেন বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।
#NishiFilm #BangladeshCinema #EMAAwardWinner #EuropeanFilmFestival

Comments
Post a Comment