নতুন বছরের প্রথম দিনেই দর্শকদের জন্য স্পষ্ট বার্তা ছুড়ে দিয়েছেন সিয়াম আহমেদ
“সিনেমার আসনে শক্ত করে বসে পড়ুন।” ২০২৬ সালে বড় পর্দায় একের পর এক চমকপ্রদ চরিত্র নিয়ে হাজির হতে চলেছেন তিনি। তারই সবচেয়ে ভয়ংকর ও চরম রূপের ঝলক মিলেছে মেহেদী হাসান হৃদয়ের আসন্ন সিনেমা ‘রাক্ষস’-এর প্রথম লুকে।
টিজারে সিয়ামকে চেনাই দায়—সাদা স্যুট ও বুট, মুখে গোলাপের ডাঁটা, এক হাতে চাইনিজ কুঠার, অন্য হাতে পিস্তল। নির্মম, অস্বস্তিকর, কিন্তু চোখ ফেরানো যায় না। এই লুক শুধু সহিংসতার ঘোষণা নয়, বরং চরিত্রের ভেতরের রহস্যকেও উসকে দেয়। প্রশ্ন জাগে—কীভাবে একজন মানুষ ‘রাক্ষস’ হয়ে ওঠে?
এই কৌতূহলের জবাবে সিয়াম জানান, এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে সহিংস চরিত্র।
তার ভাষায়, “ভালোবাসা মানুষকে কতটা হিংস্র করে তুলতে পারে—এই সিনেমা সেটাই দেখাবে। দর্শক বিরক্ত হবে না, বরং পুরোপুরি জড়িয়ে পড়বে।”
টিজার প্রকাশের পর কেউ কেউ বলিউড বা দক্ষিণী সিনেমার ভায়োলেন্ট ভিজ্যুয়ালের সঙ্গে তুলনা করলেও সিয়াম বিষয়টি নিয়ে স্পষ্ট।
“এটা পরিচালকের ভিশন। আমি একজন অভিনেতা হিসেবে সেটাকে সৎভাবে ও আকর্ষণীয় করে তুলে ধরার দায়িত্ব পালন করেছি। ‘রাক্ষস’ কোনো অনুকরণ নয়—এটি একেবারেই মৌলিক।”
তার বিশ্বাস, বাংলাদেশি সিনেমায় এমন কিছু দর্শক আগে দেখেননি।
ইতোমধ্যে ঢাকায় শুটিংয়ের বড় অংশ শেষ হয়েছে, সামনে শ্রীলঙ্কা পর্ব। পুরো টিমই ভীষণ রোমাঞ্চিত বলে জানান সিয়াম।
একসময় ‘চকলেট বয়’ ইমেজে আটকে যাওয়ার শঙ্কা থাকলেও তিনি স্পষ্ট—স্টেরিওটাইপে আটকে থাকার ভয় নেই।
“আমি এক্স-ফ্যাক্টর খুঁজি—ভিন্ন কিছু। ‘তাণ্ডব’-এর আরমান মনসুর বা ‘জংলি’-র জনি দর্শকের সঙ্গে যুক্ত হয়েছিল সততার জন্য। ‘রাক্ষস’ই এখন পর্যন্ত আমার সবচেয়ে স্টাইলাইজড ও ভায়োলেন্ট কাজ। তবে আমি আবারও রোমান্টিক সিনেমায় ফিরতে চাই—ভিন্নভাবে, সুন্দরভাবে।”
সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তার সোচ্চার অবস্থান নিয়েও অকপট সিয়াম। স্পাইডারম্যানের বিখ্যাত উক্তি টেনে তিনি বলেন,
“With great power comes great responsibility. একজন শিল্পী হিসেবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস থাকা উচিত। আমার দর্শকই আমার সবচেয়ে বড় শক্তি।”
OTT প্রসঙ্গে আপাতত পরিষ্কার অবস্থান—
ফোকাস বড় পর্দাতেই।
ভালো গল্প, প্রতিভাবান নির্মাতা আর দর্শকের ভালোবাসা নিয়েই সামনে এগোতে চান সিয়াম আহমেদ—লক্ষ্য একটাই, যারা শুরু থেকে তাকে ভালোবেসেছে, তাদের গর্বিত করা।
#সিয়ামআহমেদ #রাক্ষস #বাংলাদেশিসিনেমা #নতুনরূপ


Comments
Post a Comment