মৌতুশী বিশ্বাস এবার তিনি ফিরলেন নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
একসময় টেলিভিশন নাটক ও উপস্থাপনায় নিয়মিত মুখ হলেও সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে অনিয়মিত ছিলেন মৌতুশী বিশ্বাস। এবার তিনি ফিরলেন নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুক্তির ওপারে’ দিয়ে। আফজাল হোসেন মুন্না পরিচালিত এই ১২ মিনিটের শর্টফিল্মে মৌতুশী অভিনয় করেছেন এক মায়ের চরিত্রে।
মৌতুশীর ভাষায়, এখন যে গল্পগুলোর প্রস্তাব আসে, তার বেশিরভাগই তাঁকে টানে না। তাই অনেক কাজ ফিরিয়ে দিতে হয়। তবে ‘মুক্তির ওপারে’র গল্প শুনেই তাঁর মনে হয়েছে—এই গল্পটা তাঁরই বলা উচিত। সংলাপগুলো যেন তাঁর ভেতর থেকেই উঠে আসছে। সেই অনুভূতি থেকেই কাজটিতে সম্মতি দেন তিনি।
চলচ্চিত্রটি নগর জীবনের দমবন্ধ করা বাস্তবতাকে তুলে ধরে। গল্পের কেন্দ্রবিন্দুতে আছে ছোট্ট আয়েশা—যে কংক্রিটের শহরের বাইরে মুক্ত আকাশের স্বপ্ন দেখে। শিশুশিল্পী জারা ছাড়াও এতে অভিনয় করেছে রাশিক, রাফি ও আলভি। শুটিং হয়েছে মিরপুর ডিওএইচএস ও মিরপুর সাংবাদিক কলোনিতে।
পরিচালক জানান, ফেব্রুয়ারির পর ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে। বর্তমানে চলছে সেই প্রস্তুতি।
বর্তমানে মৌতুশী বিশ্বাস মূলত খুলনায় বসবাস করছেন। অভিনয়ের পাশাপাশি তিনি পর্যটন ও কৃষিকাজেও যুক্ত, প্রয়োজন অনুযায়ী যাতায়াত করছেন ঢাকা-খুলনার মধ্যে।
#মুক্তিরওপারে #মৌতুশীবিশ্বাস #বাংলাশর্টফিল্ম #বাংলাসিনেমা

Comments
Post a Comment