অবশেষে নীরবতা ভাঙলেন রাফসানের সাবেক স্ত্রী ডা. সানিয়া এশা।
দীর্ঘদিনের গুঞ্জন ও নেটিজেনদের নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি বিয়ে করেছেন উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী-অভিনেত্রী জেফার রহমান। গত ১৪ জানুয়ারি ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
রাফসান-জেফারের বিয়ের পরপরই আলোচনায় আসে রাফসানের প্রথম স্ত্রী ডা. সানিয়া এশা। বিয়ের দু’দিন পর শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি নীরবতা ভাঙেন। তবে সেখানে কারও নাম উল্লেখ না করেই নিজের অবস্থান স্পষ্ট করেন এই চিকিৎসক।
স্ট্যাটাসে ডা. সানিয়া এশা লেখেন, দেশের মানুষ জানে সত্যটা কী—এ নিয়ে তাঁর নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। তিনি জানান, জীবনের একটি কঠিন অধ্যায় পেরিয়ে তিনি এখন আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে চান না। মানসিক আঘাত, সহ্য করার গল্প আর সংগ্রামের মধ্য দিয়েই তিনি আজ নিজের জায়গায় পৌঁছেছেন।
তিনি আরও বলেন, এই দীর্ঘ যাত্রায় পরিচিত-অপরিচিত অনেক মানুষের ভালোবাসা ও সমর্থন তাঁকে ভীষণভাবে স্পর্শ করেছে, যার জন্য তিনি আজীবন কৃতজ্ঞ। বর্তমানে তাঁর পুরো মনোযোগ নিজের জীবন ও ক্যারিয়ার গড়ে তোলার দিকে—যেন কোনো কঠিন সময় তাঁকে আর ভেঙে না দিতে পারে।
সবশেষে তিনি জানান, অতীতের কোনো পরিচয়ের ভার আর বহন করতে চান না। তিনি চান তাঁর পরিচয় হোক একটাই—ডা. এশা। একটি নাম, একটি স্বতন্ত্র পরিচয়, যার পাশে তিনি আত্মসম্মানের সঙ্গে দাঁড়াতে পারেন।
উল্লেখ্য, এটি জেফার রহমানের প্রথম বিয়ে হলেও রাফসান সাবাবের দ্বিতীয়। ২০২০ সালে ডা. সানিয়া এশার সঙ্গে রাফসানের বিয়ে হলেও ২০২৩ সালের শেষ দিকে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।
#RafsanSabab
#DrSaniaEsha
#CelebrityNews
#BangladeshEntertainment


Comments
Post a Comment