দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’—এবার সিজন ২ নিয়ে। অনুষ্ঠানটির সঞ্চালনায় আবারও থাকছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। 🎉
বঙ্গোর প্রযোজনায় নতুন এই সিজনের সম্প্রচার শুরু হচ্ছে ১৯ জানুয়ারি থেকে। প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি দেখা যাবে এনটিভিতে, আর বুধবার দুপুর ১টায় থাকবে পুনঃপ্রচার। পাশাপাশি, দর্শকরা যেকোনো সময় বঙ্গো অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে উপভোগ করতে পারবেন শোটি। বিশেষ মুহূর্ত ও আপডেট পাওয়া যাবে Family Feud Bangladesh–এর অফিসিয়াল ফেসবুক পেজেও।
প্রথম সিজনের বিপুল সাফল্যের পর আয়োজকরা জানাচ্ছেন, দ্বিতীয় সিজন হবে আরও বড়, আরও রোমাঞ্চকর। আগের সিজনে সব প্ল্যাটফর্ম মিলিয়ে শোটি পেয়েছিল ১ বিলিয়নেরও বেশি ভিউ, আর পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল ৩০ লাখ টাকার বেশি। নতুন সিজনে থাকছে আরও বড় পুরস্কার আর ভিন্ন মাত্রার পারিবারিক বিনোদন।
নতুন সিজন নিয়ে তাহসান খান বলেন,
“এই সিজনটা সত্যিই প্রাণবন্ত হয়ে উঠেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—এবার প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে বাংলাদেশের সব ৬৪ জেলা জুড়ে। উত্তরগুলো যেমন মজার, তেমনি চমকপ্রদ। তাই প্রতিযোগীদের ভাবতে হয় খুব সাবধানে—এটাই প্রতিটি পর্বকে করে তোলে আরও উপভোগ্য।”
📺 পরিবার নিয়ে জমিয়ে দেখার জন্য প্রস্তুত তো?
#FamilyFeudBangladesh
#TahsanKhan
#BangladeshTV
#FamilyEntertainment

Comments
Post a Comment