পর্দায় প্রথমবার একসঙ্গে আসছেন পরীমণি ও চঞ্চল চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে একটি আধুনিক প্রেক্ষাপটের চলচ্চিত্র, যেখানে দেখা যাবে এই দুই জনপ্রিয় অভিনয়শিল্পীকে।
প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছে। ছবিটির পরিচালনায় রয়েছেন লীসা গাজী এবং আজই আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা।
উল্লেখ্য, ২০২৫ সালে পরীমণির কোনো নতুন ছবি মুক্তি পায়নি। যদিও ‘দোদর গল্প’-এর শুটিং শেষ হয়েছে, ছবিটি এখনও মুক্তির অপেক্ষায়। অন্যদিকে, গত বছরের শুরুতে ঘোষিত ‘গোলাপ’ ছবির কাজও এখনো শুরু হয়নি।
এদিকে চঞ্চল চৌধুরী ব্যস্ত সময় পার করছেন—বর্তমানে তিনি শুটিং করছেন তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ ও রেদোয়ান রনির ‘ডম’ ছবির।
#পরীমণি #চঞ্চলচৌধুরী #শাস্তি #বাংলা সিনেমা

Comments
Post a Comment