দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেন হৃদয় খান

এবার একসঙ্গে অভিনেতা ও পরিচালক হিসেবে। সংগীত দিয়ে দর্শকের হৃদয় জয় করা এই শিল্পী শর্ট ফিল্ম ‘Trapped’–এর মাধ্যমে করলেন তার পরিচালনায় অভিষেক।

২৮ মিনিটের এই মিস্ট্রি ড্রামা নির্মিত হয়েছে নিউইয়র্ক শহরের পটভূমিতে। গল্পের কেন্দ্রে রয়েছে হৃদয় নামের এক যুবক, যে অজান্তেই জড়িয়ে পড়ে আন্ডারওয়ার্ল্ডের জটিল এক ফাঁদে। বারবার মুক্তির চেষ্টা করেও সে বুঝতে পারে—কিছু বন্ধন থেকে পালানো সহজ নয়। রোমান্স ও থ্রিলারের মিশেলে এগিয়ে যায় ছবির কাহিনি।

এই ছবির মাধ্যমে অভিনয়ে ফিরেছেন মোজেজা আশরাফ মনালিসাও, যিনি একসময় টেলিভিশন ও বিজ্ঞাপনের পরিচিত মুখ ছিলেন। বহুদিন পর ক্যামেরার সামনে তার প্রত্যাবর্তনও আলোচনায় এসেছে। ছবিতে হৃদয় খান ও মনালিসার পাশাপাশি অভিনয় করেছেন নিউইয়র্কভিত্তিক কয়েকজন স্থানীয় শিল্পী।

২০২০ সালে একটি গানের প্রকাশের সময় ‘Trapped’–এর ঘোষণা দিলেও নানা কারণে প্রায় ছয় বছর লেগেছে ছবিটি সম্পূর্ণ হতে। সম্প্রতি হৃদয় খান তার সোশ্যাল মিডিয়ায় ছবির ঝলক শেয়ার করে লেখেন,
“Freedom is a cruel thing when the wrong people offer it to you।”

বর্তমানে ‘Trapped’ দেখা যাচ্ছে হৃদয় খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই প্রজেক্টের মাধ্যমে দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেন হৃদয় খান, আর একইসঙ্গে শুরু হলো তার নতুন যাত্রা—একজন নির্মাতা হিসেবে।

#HridoyKhan
#Trapped
#BangladeshiShortFilm
#DirectorialDebut



 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]