বাংলাদেশি টেলিভিশন নাটকের জন্য এটি নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত।
দেশ পেরিয়ে এবার পাকিস্তানেও দর্শক টানছে ধারাবাহিক “এটা আমাদেরই গল্প”। মুক্তির পর থেকেই ইউটিউবে প্রতিটি পর্ব মিলিয়ন ভিউ অতিক্রম করছে, আর সেই সঙ্গে বাড়ছে আলোচনা–সমালোচনা ও প্রশংসা।
পাকিস্তানের জনপ্রিয় নাটক “Kabhi Main Kabhi Tum” থেকে অনুপ্রাণিত এই সিরিজটি শুধু বাংলাদেশেই নয়, পাকিস্তানি দর্শকদের মাঝেও আলাদা কৌতূহল তৈরি করেছে। কমেন্ট সেকশনে ভেসে আসছে “Love from Pakistan”–এর মতো ভালোবাসার বার্তা। সবচেয়ে চমকপ্রদ বিষয়, মূল নাটকের তারকা ফাহাদ মুস্তফা নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে দুই নাটকের দৃশ্য তুলনা করে একটি কোলাজ শেয়ার করেছেন, যা আগ্রহ আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশি সংস্করণে ফাহাদ মুস্তফার চরিত্রে অভিনয় করছেন খায়রুল বাসার, আর হানিয়া আমির-অনুপ্রাণিত চরিত্রে দেখা যাচ্ছে কেয়া পায়েলকে। এই জুটির রসায়ন ইতোমধ্যেই দর্শকদের মন জয় করেছে। অনেকেই বলছেন, সীমান্ত পেরিয়ে এমন সাড়া পাওয়া বাংলাদেশি নাটকের জন্য একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক মাইলফলক।
মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিকটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আই-এ প্রচারিত হচ্ছে। একই সঙ্গে বুধবার ও বৃহস্পতিবার দুপুরে CINEMAWALA ইউটিউব চ্যানেলেও মুক্তি পাচ্ছে নতুন পর্ব।
নাটকের অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, ইনতেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার আপু, ডাইকন নূর ও মাহমুদুল ইসলাম মিঠু।
বাংলাদেশি নাটক যে আন্তর্জাতিক দর্শকের কাছেও পৌঁছাতে পারে—“এটা আমাদেরই গল্প” যেন তারই প্রমাণ।
#BangladeshiDrama
#CrossBorderEntertainment
#SouthAsianStories
#DigitalStreaming

Comments
Post a Comment