বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে

 নির্মাতারা নিশ্চিত করেছেন, অ্যাকশন–থ্রিলার ঘরানার এই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে ২৪ ডিসেম্বর ২০২৬ 🎬। প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ, তাই ভক্তদের উত্তেজনা তুঙ্গে।

পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ, যাঁর সঙ্গে ‘পাঠান’-এর ব্লকবাস্টার সাফল্যের পর আবারও জুটি বাঁধলেন শাহরুখ খান। সিনেমাটিতে রয়েছে তারকায় ভরা অভিনয়শিল্পী তালিকা—সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি ও রানি মুখার্জি।

একাধিক চিত্রনাট্যকারের যৌথ লেখনীতে তৈরি ‘কিং’-এর গল্পে থাকছে অ্যাকশন, আবেগ আর চমক। প্রযোজনায় রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স।

১৯৯৩ সালে ‘বাজিগর’ দিয়ে যাত্রা শুরু করা শাহরুখ খান পরবর্তীতে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘কাল হো না হো’-এর মতো সিনেমায় হয়ে ওঠেন ‘রোমান্সের কিং’। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র সাফল্যে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর এবার ‘কিং’ নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে তিনি।

আইএমডিবি অনুযায়ী, ২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত ভারতীয় সিনেমা হিসেবেও তালিকাভুক্ত হয়েছে ‘কিং’। সব মিলিয়ে শাহরুখ ভক্তদের জন্য অপেক্ষা আরও রোমাঞ্চকর হতে চলেছে ✨

*Photo: Collected
#ShahRukhKhan
#KingMovie
#Bollywood
#MostAnticipatedFilm


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]