আপাতত ক্যামেরার আলো নয়, বাস্তব জীবনের কঠিন লড়াইতেই পুরো মনোযোগ দিচ্ছেন অনন্ত জলিল

🎬➡️🏭
ঢাকাই সিনেমার আলোচিত নায়ক–প্রযোজক হলেও অনন্ত জলিলের মূল পরিচয় একজন গার্মেন্টস ব্যবসায়ী। সাভারের কারখানায় একসময় যেখানে প্রায় ১২ হাজার শ্রমিক কাজ করতেন, সেখানে এখন সেই সংখ্যা নেমে এসেছে চার হাজারে। এই বাস্তব সংকটই তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।

অনন্ত জলিল নিজেই জানালেন, ব্যবসার অবস্থা এতটাই কঠিন যে আপাতত অভিনয় বা সিনেমা নিয়ে ভাবার সুযোগ নেই। এমনকি চলমান কাজ শেষ করাও সম্ভব হচ্ছে না। তার ভাষায়, সিনেমা কখনোই তার প্রধান পেশা ছিল না—এটি ছিল শখ। ব্যবসা ঠিক না হওয়া পর্যন্ত সিনেমায় ফেরা তার কাছে যুক্তিসংগত নয়।

তিনি আরও বলেন, সংকট এলে সেটি কাটিয়ে ওঠাতেই তার সব মনোযোগ থাকে। এখন সিনেমায় ব্যস্ত হলে ব্যবসার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই আপাতত সিনেমাকে সাময়িক বিদায়।

ভবিষ্যতে আবার ফিরলে স্ত্রী বর্ষার সঙ্গেই ফিরবেন—না হলে কেউই নন। ‘নেত্রী দ্য লিডার’, ‘অপারেশন জ্যাকপট’ কিংবা ‘চিতা’—সবই অপেক্ষায় ভালো সময়ের। ভালো সময় এলে হবে, না এলে নয়—খোলাখুলি অবস্থান অনন্ত জলিলের।

#AnantaJalil
#BusinessFirst
#Dhallywood
#RealityCheck


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]