শাকিব খানের সঙ্গে প্রথম কাজ—স্বাভাবিকভাবেই একটু নার্ভাস ছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী
তবে সেই নার্ভাসনেস দ্রুতই কেটে যায় শুটিং সেটের অভিজ্ঞতায়। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘নূর’–এর পর এবার তিনি এগিয়ে যাচ্ছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়ে। পরিচালক শাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমায় এই প্রথমবারের মতো ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করেছেন ঐশী।
দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে ঐশী বলেন, ‘সোলজার’ টিমের সঙ্গে কাজ করে তিনি মানসিকভাবে তৃপ্ত। তাঁর মতে, পেশাদার পরিবেশ থাকলে কাজও সহজ ও সুন্দর হয়—আর এই সিনেমার টিম ঠিক সেটাই দিয়েছে। প্রায় ১০ দিন শাকিব খানের সঙ্গে একসঙ্গে শুটিং করেছেন তিনি, আর বেশিরভাগ দৃশ্যই ছিল তাঁর সঙ্গে।
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ঐশী জানান, শুরুতে একটু ভয় কাজ করছিল। “উনি এত বড় সুপারস্টার—আমি বুঝতে পারছিলাম না উনি কেমন হবেন। কিন্তু খুব দ্রুতই বুঝেছি, উনি সবাইকে কমফোর্টেবল করে তোলেন। সেটাই কাজকে সহজ করে দেয়।”
শাকিব খানের কাজের ধরনও তাকে মুগ্ধ করেছে। ঐশীর ভাষায়, “তিনি নিজের অর্জন নিয়ে কথা বলেন না, খুব স্বাভাবিকভাবেই কঠোর পরিশ্রম করেন। হাসিমুখে সব সামলান। ওনার সঙ্গে কাজ করেই বুঝেছি, কেন তিনি এত বড় তারকা।”
ঐশী আরও জানান, শাকিব খান নিজেই তাকে জিজ্ঞেস করেছেন—তিনি কেন আরও বেশি কাজ করেন না। উত্তরে ঐশী বলেছেন, সব প্রজেক্টে পেশাদার পরিবেশ পাওয়া যায় না বলেই তিনি বেছে কাজ করতে চান। “আমি অভিনয় ভালোবাসি। ভালো টিমের সঙ্গে ভালো কাজই করতে চাই,”—বললেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ঐশীর স্বপ্ন খুবই সোজাসাপ্টা—ভিন্নধর্মী চরিত্রে কাজ করা, সিনেমায় নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করা। তাঁর বিশ্বাস, ‘সোলজার’ শুধু আরেকটা সিনেমা নয়; এটা তার আত্মবিশ্বাস, শৃঙ্খলা আর ঢালিউডে নিজের জায়গা তৈরি করার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া।
*Photo: STAR
#ShakibKhan
#Oishee
#BangladeshiCinema
#Dhallywood

Comments
Post a Comment