প্লেব্যাক শিল্পীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দাবি ন্যান্সির

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে বিভিন্ন বিভাগভিত্তিক সংগঠন থাকলেও এখনো অবহেলিত থেকে যাচ্ছেন প্লেব্যাক শিল্পীরা—এমন বাস্তব চিত্রই তুলে ধরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সম্প্রতি তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্দেশে ফেসবুকে একটি খোলা চিঠি প্রকাশ করে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত সংগীতশিল্পীদের “চলচ্চিত্র শিল্পী” হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

ন্যান্সির মতে, বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন (বিএফডিসি)-এ শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির আলাদা অফিস থাকলেও প্লেব্যাক শিল্পীদের জন্য নেই কোনো নির্দিষ্ট জায়গা—না বসার, না বিশ্রামের, না অনুশীলনের। অথচ বাংলা সিনেমার জনপ্রিয়তা, প্রচার এবং বাণিজ্যিক সাফল্যের পেছনে গানের ভূমিকা শুরু থেকেই গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, সংগীতশিল্পী, গীতিকার ও সুরকাররা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও বিএফডিসির অন্যান্য সুযোগ-সুবিধায় তাঁদের কোনো অন্তর্ভুক্তি নেই। এমনকি শিল্পী সমিতির সদস্যপদ বা ভোটাধিকার থেকেও তাঁরা বঞ্চিত। বিষয়টি নিয়ে একাধিকবার টিভি টকশো ও আলোচনায় কথা বললেও প্রাতিষ্ঠানিকভাবে এখনো কোনো সমাধান আসেনি বলে আক্ষেপ করেন ন্যান্সি।

এই প্রেক্ষাপটে তিনি বিএফডিসির ভেতরে প্লেব্যাক শিল্পীদের জন্য একটি আলাদা অফিস বরাদ্দসহ ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান, যাতে চলচ্চিত্রের সংগীত সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক দূরত্ব কমে আসে।

*Photo: Collected

#PlaybackShilpi
#BFDC
#BanglaCinema
#Nancy


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]