অভিনয়ে দুই দশকের বেশি সময় পার করা রুনা খান এবার একেবারে নতুন রূপে

আসন্ন শর্ট ফিল্ম ‘রক্তছায়া’-তে প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মিত এই নারী-কেন্দ্রিক সাইকোলজিক্যাল থ্রিলারের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।

ছবিটিতে রুনা খান অভিনয় করছেন শিভানা নাসরিন চরিত্রে—একজন সৎ, স্পষ্টভাষী ও দায়িত্বশীল পুলিশ অফিসার, যিনি শহরে বাড়তে থাকা অপরাধ দমনের কঠিন দায়িত্ব পান। পরিচালক জানান, সমসাময়িক সমাজে নারীরা যে বৈষম্যের মুখোমুখি হন, সেই বাস্তবতাই ‘রক্তছায়া’র মূল উপজীব্য। নারী শক্তি, বুদ্ধিমত্তা ও সমাজের ভেতরের দ্বন্দ্ব–বৈপরীত্য তুলে ধরাই এই গল্পের লক্ষ্য।

রুনা খানের ভাষায়, ক্ষমতার আসনে থাকা নারীদের দক্ষতা নিয়ে যে প্রশ্ন তোলা হয়, ছবিটিতে সেটির প্রতিফলন রয়েছে। Adrian Productions প্রযোজিত এই ছবিতে আরও অভিনয় করেছেন আমান রেজা, রাফাহ নানজেবা তোরসা, নকশি তাবাসসুম ও আফফান মিতুল।

এর পাশাপাশি, রুনা খান ইতোমধ্যে আলী জুলফিকার জাহেদীর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’-তেও চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তাকে দেখা যাবে একজন নামকরা অভিনেত্রীর ভূমিকায়।

#Roktochaya #RunaKhan #BangladeshiCinema #PsychologicalThriller



 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]