ভারতকে পেছনে ফেলে শ্রীলঙ্কা এখন বাংলাদেশের চলচ্চিত্র শুটিংয়ের নতুন গন্তব্য
ভারতকে পেছনে ফেলে শ্রীলঙ্কা এখন বাংলাদেশের চলচ্চিত্র শুটিংয়ের নতুন গন্তব্য হয়ে উঠছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রের শুটিং হওয়ার কথা ছিল ভারতের কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাইয়ে। এমনকি লোকেশন দেখা, শিল্পী ও টেকনিশিয়ানদের সঙ্গে প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছিলেন নির্মাতারা। কিন্তু দীর্ঘদিন ধরে শুটিং পারমিট ও ভিসা জটিলতা, সঙ্গে সাম্প্রতিক সময়ে দুই দেশের শিল্পী ও কলাকুশলীদের যৌথ কাজ নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে বদলে গেছে সেই পরিকল্পনা।
২০২৪ সালের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশ–ভারত সম্পর্কেও পড়ায়, ভারতমুখী শুটিং নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন প্রযোজক ও পরিচালকরা। এর ফলেই বিকল্প হিসেবে সামনে এসেছে শ্রীলঙ্কা—যেখানে প্রয়োজনীয় লোকেশন যেমন সহজে মিলছে, তেমনি শুটিং প্রক্রিয়াও তুলনামূলকভাবে নির্বিঘ্ন।
ইতোমধ্যে পরিচালক মেহেদী হাসান হৃদয় ২৮ সদস্যের ইউনিট নিয়ে শ্রীলঙ্কায় পৌঁছেছেন তাঁর নতুন ছবি “রাক্ষস”-এর শুটিংয়ের জন্য। টানা ১৮ দিনের শিডিউলে সেখানে কাজ করার পরিকল্পনা রয়েছে। হৃদয়ের ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে ভারতে ভিসা পাওয়া আগের মতো সহজ নয়, আর শ্রীলঙ্কায় কাঙ্ক্ষিত লোকেশন থাকায় সেখানেই কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবিটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুশ্মিতা চ্যাটার্জি, পাশাপাশি এক বলিউড অভিনেতাও নেগেটিভ চরিত্রে যোগ দেওয়ার কথা রয়েছে।
এদিকে আজ থেকেই দেশে শুটিং শুরু হয়েছে শাকিব খান অভিনীত “প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা” ছবির। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমার একটি বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল ভারতের হায়দরাবাদ ও কলকাতায়। তবে ভিসা পেতে দেরি হওয়ায় এবং ঈদ মুক্তি নিশ্চিত করতে শেষ পর্যন্ত বিদেশি শিডিউল শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যে টিমের সদস্যরা সেখানে একাধিক লোকেশন ঘুরে দেখেছেন।
শুধু এই দুই ছবিই নয়—ইন্ডাস্ট্রির একাধিক সূত্র জানিয়েছে, চলতি বছরে ভারতের বিভিন্ন শহরে শুটিংয়ের পরিকল্পনায় থাকা অন্তত তিনটি চলচ্চিত্র আপাতত শ্রীলঙ্কাকেই বেছে নিয়েছে। একই প্রবণতা দেখা যাচ্ছে বড় বাজেটের মিউজিক ভিডিওতেও। পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে আবার ভারতের লোকেশনে ফেরার আগ্রহ থাকলেও, আপাতত নিরাপদ ও ঝামেলাহীন বিকল্প হিসেবেই শ্রীলঙ্কার দিকেই ঝুঁকছে বাংলাদেশি বিনোদন জগৎ।
#Banglamovie #banglafilm #cinema

Comments
Post a Comment