ছয় বছর বিরতির পর ২০২২ সালে ‘হাওয়া’ দিয়ে বড় পর্দায় ফিরেছিলেন নাজিফা তুষি
প্রশংসা কুড়ালেও এরপর আবার আড়ালে চলে যান তিনি—চলচ্চিত্র কিংবা ওটিটিতে আর দেখা যায়নি বেশ কিছুদিন। তবে চলতি বছরটি তুষির জন্য হতে যাচ্ছে বিশেষ, কারণ একসঙ্গে একাধিক নতুন ছবির মাধ্যমে জোরালোভাবে ফিরছেন এই অভিনেত্রী।
ইতোমধ্যে তুষির অভিনীত তিনটি ছবির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রয়েড’, রায়হান রাফীর ‘অন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’—তিনটি ছবিই তিন ভিন্ন ঘরানার। ‘রয়েড’ আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হওয়ার পর বাংলাদেশে মুক্তি পাবে। অন্যদিকে ‘অন্ধার’ ও ‘সখী রঙ্গমালা’ চলতি বছরই মুক্তির পরিকল্পনায় রয়েছে।
নিজের কাজ নিয়ে কথা বলতে গিয়ে তুষি জানান, তিনটি ছবিই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা—গল্প, চরিত্র ও নির্মাণশৈলীর দিক থেকে। ‘রয়েড’ ছবিতে তাঁর চরিত্রের কোনো নাম নেই; তিনি পরিচিত শুধু ‘সাদুর স্ত্রী’ হিসেবে। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে তুষি ছয় মাস মেকআপ ছাড়াই ছিলেন, এমনকি সাবান-শ্যাম্পু ব্যবহারও করেননি। শারীরিক গঠনেও আনতে হয়েছে পরিবর্তন।
অন্যদিকে ‘সখী রঙ্গমালা’ ছবিতে তুষিই কেন্দ্রীয় চরিত্রে। কথাসাহিত্যিক শহীদন আখতারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবির গল্প ১৮শ শতকের নোয়াখালীর একটি জমিদার পরিবারকে ঘিরে। এখানে তুষির বিপরীতে আবারও দেখা যাবে মোস্তাফিজ নূর ইমরানকে। ছবিটির শুটিং শেষ, এখন চলছে সম্পাদনার কাজ।
রায়হান রাফীর ‘অন্ধার’ নির্মিত হচ্ছে হরর ঘরানায়। এতে নাদিয়া চরিত্রে অভিনয় করেছেন তুষি। গল্পের বিস্তারিত আপাতত গোপন রাখলেও জানা গেছে, ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি ও মোস্তফা মনোয়ার। শুটিং শেষ হয়েছে গত নভেম্বরে, মুক্তি পাওয়ার কথা চলতি বছরেই।
এছাড়া সাম্প্রতিক সময়ে রায়হান রাফীর নতুন আরেকটি ছবি ‘প্রেশার কুকার’-এর শুটিং শুরু করেছেন তুষি—এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। নারীকেন্দ্রিক গল্পের এই ছবিটি নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন অভিনেত্রী। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় দর্শক।
সব মিলিয়ে, বিরতির পর নাজিফা তুষির এই প্রত্যাবর্তন যে বেশ শক্তিশালী হতে চলেছে, তা বলাই যায়।
#নাজিফা_তুষি #বাংলা_সিনেমা #নতুন_মুক্তি #চলচ্চিত্র

Comments
Post a Comment