নতুন বছর শুরুতেই ব্যস্ত সময় পার করছেন মডেল থেকে অভিনেত্রী হওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯

নতুন বছর শুরুতেই ব্যস্ত সময় পার করছেন মডেল থেকে অভিনেত্রী হওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ বিজয়ী রাফাহ নাঞ্জেবা তোরসা। একসঙ্গে চারটি নতুন চলচ্চিত্রে যুক্ত হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

বর্তমানে তোরসা শুটিং করছেন গ্রামীণ প্রেক্ষাপটের চলচ্চিত্র ‘মাটি’, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন নতুন মুখ আলভী মামুন। ছবিটি পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন সৈয়দ শামশের তারিফ। এরই মধ্যে ছবিটির বেশিরভাগ কাজ শেষ হয়েছে।

এছাড়া পরিচালক আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় তিনি অভিনয় করেছেন শর্টফিল্ম ‘রক্তছায়া’ ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নির্জন সাক্ষর’-এ। নারী-পুরুষ বৈষম্য ও সামাজিক বাস্তবতা উঠে এসেছে এই দুটি গল্পে, যেখানে তার সহশিল্পী খায়রুল বাসার। নির্মাণ শেষ হলেও ছবিগুলো এখন মুক্তির অপেক্ষায়। তোরসার ভাষ্য অনুযায়ী, ‘রক্তছায়া’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এমনকি কান উৎসবের কথা মাথায় রেখেই নির্মিত।

এর বাইরে আরও একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ শেষ করেছেন তিনি, যার বিস্তারিত আপাতত গোপন রাখা হয়েছে নির্মাতাদের অনুরোধে।

চারটি ভিন্নধর্মী গল্পে অভিনয় প্রসঙ্গে তোরসা বলেন, প্রতিটি চরিত্রেই নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন তিনি। গল্প, পরিচালক ও প্রযোজনা টিম—এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েই কাজ বেছে নেন বলে জানান অভিনেত্রী। তার মতে, সিনেমাই তার প্রধান লক্ষ্য হলেও ভালো গল্প পেলে তিনি ওটিটি ও টেলিভিশনেও কাজ করতে আগ্রহী।

এদিকে, ওটিটি কনটেন্ট ‘প্ল্যান বি’-তে তার অভিনয় ইতোমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি তার পডকাস্ট শো ‘She’-এর প্রথম সিজনও আলোচনার জন্ম দেয়। শিগগিরই শুরু হচ্ছে এর দ্বিতীয় সিজন, যেখানে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার ওপর জোর থাকবে।

২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব জয়ের পর টিভি ফিল্ম ‘স্বপ্ন তোমার জন্য’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন রাফাহ নাঞ্জেবা তোরসা। এরপর থেকে বেছে বেছে কাজ করে নিজস্ব অবস্থান তৈরি করছেন তিনি।

#RafahNanjebaTorsa #BangladeshiCinema #NewFilms #EntertainmentNews


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]