১৫ বছর পর আবার একসঙ্গে পর্দায় ফিরছেন শাহরিয়ার নাজিম জয় ও কুশুম শিকদার
একসময় টিভি নাটকে জনপ্রিয় জুটি হিসেবে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই দুই অভিনয়শিল্পী দীর্ঘ বিরতির পর এবার পুনর্মিলিত হচ্ছেন ওয়েব সিরিজে।
তবে এবার বিষয়টি আরও বিশেষ—কারণ তারা ফিরছেন জয়েরই পরিচালনায়। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হচ্ছে তিন পর্বের ওয়েব সিরিজ ‘পাপ কাহিনি ২’, যেখানে লোভ, পাপ ও পরিণতির গল্প তুলে ধরা হবে। জয়ের ভাষায়, এমন গল্পে অভিনয় করা একজন শিল্পী হিসেবে তার জন্য ভীষণ তৃপ্তির।
২০০২ সালে একই বছরে অভিনয় যাত্রা শুরু করেছিলেন জয় ও কুশুম। কুশুমের প্রথম নাটক ‘বিয়ের আংটি’-তেই সহশিল্পী ছিলেন জয়। এরপর একসময় নিয়মিত জুটি হলেও কুশুম টিভি নাটক থেকে দীর্ঘদিন বিরতি নেন এবং বড় পর্দার কাজে মন দেন। ফলে প্রায় সাত বছর ধরে তাদের একসঙ্গে দেখা যায়নি।
দীর্ঘ সময় পর আবার একসঙ্গে কাজ করতে পারাটা দুজনের কাছেই আবেগের। কুশুম শিকদার জানান, একসঙ্গে বেড়ে ওঠা সহশিল্পীদের সঙ্গে কাজের অনুভূতিই আলাদা—কারণ সেখানে থাকে বোঝাপড়া আর স্মৃতির বন্ধন।
iScreen-এর জন্য নির্মিত এই সিরিজের শুটিং শুরু হবে চলতি মাসের শেষ সপ্তাহে। এতে আরও অভিনয় করছেন রুনা খান ও আশনা হাবিব ভাবনা।
১৫ বছরের অপেক্ষার পর এই পুনর্মিলন যে দর্শকের জন্যও আলাদা আনন্দের, তা বলাই বাহুল্য।
#JoyKushum
#PaapKahini2
#BanglaWebSeries
#EidSpecial

Comments
Post a Comment