বাংলা সিনেমার ইতিহাসে একেবারে ব্যতিক্রমী এক উদ্যোগ নিল ‘DeSu7’
মুক্তির প্রায় ১০ মাস আগেই এই ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে—যা এর আগে কখনো দেখা যায়নি। প্রায় এক দশক পর বড় পর্দায় আবার একসঙ্গে ফিরছেন দর্শকপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি।
সোমবার (১৯ জানুয়ারি) একটি ফেসবুক লাইভে দেব ও শুভশ্রী একসঙ্গে হাজির হয়ে এই ঘোষণা দেন। ‘খাদান’ খ্যাত পরিচালক সুজিত দত্ত পরিচালিত ছবিটি মুক্তি পাবে ১৬ অক্টোবর, দুর্গাপুজোর সময়। লাইভ সেশনেই উন্মোচন করা হয় ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’-এর জন্য বিশেষ সোনালি রঙের অটোগ্রাফযুক্ত পাস, যা মুহূর্তেই ভক্তদের মধ্যে আলোড়ন তোলে।
দেব জানান, “DeSu7 শুধুই একটি সিনেমা নয়, এটা একটা উৎসবের মতো অনুভূতি দেবে।” অন্যদিকে শুভশ্রী স্মরণ করেন দেবের সঙ্গে তাঁর দীর্ঘ পথচলার কথা। খোকা বাবু ছবির সময় নিজের সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, তখন অনেকেই তাঁকে নায়িকা হিসেবে মেনে নিতে চাননি, কিন্তু দেব পাশে ছিলেন।
দেব আরও জানান, ২০২৫ সালের শেষ দিনে একটি অপ্রত্যাশিত ফোনকল থেকেই এই ছবির যাত্রা শুরু। ইন্ডাস্ট্রির অনিশ্চয়তার মধ্যেই তিনি এমনভাবে পরিকল্পনা করেছেন যাতে কোনো বিলম্ব না হয়। শুভশ্রীও জানান, সামনে বড় লড়াই আসছে বুঝেই তিনি দেবের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
আগাম টিকিট বিক্রি আর দেব–শুভশ্রীর পুনর্মিলন—সব মিলিয়ে ‘DeSu7’ ইতিমধ্যেই আসন্ন দুর্গাপুজোর সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত বাংলা ছবিগুলোর একটি হয়ে উঠেছে।
Photo: Collected
#DeSu7
#BengaliCinema
#DurgaPujaRelease
#DevSubhashree

Comments
Post a Comment