DIFF ডে–৩: আজ পর্দায় মুসুমী হামিদ অভিনীত ‘নয়া মানুষ’


ঢাকায় চলমান ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (DIFF)-এর তৃতীয় দিনে আজও বিশ্বজুড়ে নানা দেশের নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ প্যানোরামা ও শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট—সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে বৈচিত্র্যময় এক চলচ্চিত্র অভিজ্ঞতা।

এবারের উৎসবে বাংলাদেশসহ ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এশিয়ান ফিল্ম কম্পিটিশন, বাংলাদেশ প্যানোরামা, উইমেন ফিল্মমেকার, শিশুতোষ চলচ্চিত্র, শর্ট ও ইন্ডিপেনডেন্ট, স্পিরিচুয়াল ফিল্মসহ রয়েছে একাধিক বিভাগ।

আজকের বিশেষ আকর্ষণ বাংলাদেশ প্যানোরামা পূর্ণদৈর্ঘ্য বিভাগে প্রদর্শিত হতে যাওয়া মুসুমী হামিদ অভিনীত ‘নয়া মানুষ’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতী
📍 ভেন্যু: জাতীয় জাদুঘর, সুফিয়া কামাল অডিটোরিয়াম
🕖 সময়: সন্ধ্যা ৭টা

এছাড়াও আজ ঢাকা শহরের বিভিন্ন ভেন্যুতে—জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, অ্যালায়েন্স ফ্রঁসেজ ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে—দিনভর প্রদর্শিত হবে দেশি-বিদেশি মোট বহু চলচ্চিত্র।

🎟️ সব প্রদর্শনী উন্মুক্ত ও বিনামূল্যে, তবে আসন বরাদ্দ হবে আগে এলে আগে পাবেন ভিত্তিতে।
চলবে উৎসব ১৮ জানুয়ারি পর্যন্ত—সিনেমাপ্রেমীদের জন্য এক দারুণ সুযোগ!

#DIFF2026 #NoyaManush #BangladeshiCinema #DhakaInternationalFilmFestival

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]