জাট মুভির গল্প বাংলা ভাষায় | সাউথ ইন্ডিয়ান অ্যাকশন থ্রিলার | পুরো সিনে...
📢 বাংলায় থ্রিলার মুভি রিভিউ | জাট সিনেমার সম্পূর্ণ গল্প 🎙️ Narrator (গভীর কণ্ঠে শুরু) গ্রামের মাটির নিচ থেকে একের পর এক উঠে আসছে মাথাকাটা লাশ। পুলিশ তদন্ত করতে এলে তাদেরও বিবস্ত্র করে বন্দি করে রাখা হয়। না, এটা কোনো স্বপ্ন না... এটা বাস্তব! এই হচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত সাউথ ইন্ডিয়ান অ্যাকশন থ্রিলার – “Jatt” এর গল্প। 🌍 মূল কাহিনী শুরু ২০১৯ সালে শ্রীলঙ্কা সেনাবাহিনী এক গুপ্তধনের সন্ধান পায়। সেই ধন লুট করে, সেনা মেরে, পালিয়ে আসে এক ভয়ংকর ব্যক্তি – রণবীর । তার সঙ্গে আছে তার ভাই ও সহযোগীরা। ভারতে এসে পুলিশকে ঘুষ দিয়ে নিজের রাজত্ব গড়ে তোলে রণবীর। দখল করে নেয় ৩০+ গ্রাম। যারা প্রতিবাদ করে – তারা খুন হয়। 👦 এক শিশুর চিঠি রাষ্ট্রপতির কাছে আসে একটা পার্সেল। ভেতরে মানুষের কাটা আঙুল আর এক শিশুর চিঠি – “আমাদের গ্রাম রণবীর দখল করে নিয়েছে। দয়া করে আমাদের বাঁচান। না হলে আমরা নিজের মাথা কেটে পাঠাব।” এই চিঠি পড়ে নড়ে ওঠে রাষ্ট্রপতি বাসুধারা । তিনি স্পেশাল ফোর্স থেকে ডেকে পাঠান এক হিরোকে – সত্যজিৎ মূর্তি , সিবিআই অফিসার। 👮♀️ মহিলা পুলিশদের লড়াই এদিকে সাহসী অফিসার বিজয়লক্ষ্মী রণ...