তার শখ ছিল অন্যের জীবন দেখা, একদিন যা দেখলো... | কোরিয়ান থ্রিলার Explained
তার শখ ছিল অন্যের জীবন দেখা, একদিন যা দেখলো... | কোরিয়ান থ্রিলার Explained
বাইরে থেকে একদম সাধারণ রিয়েল এস্টেট এজেন্ট গু জং-তায়ে। কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত শখ—অন্যের বাড়িতে চুপিচুপি ঢুকে তাদের জীবন দেখা। জনপ্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হান সো-রার নিখুঁত জীবনের আড়ালে কী আছে, তা দেখতে গিয়েই সে আবিষ্কার করে সো-রার মৃতদেহ!
কিন্তু পরদিনই লাশ উধাও, আর জং-তায়ে জড়িয়ে পড়ে এক ভয়ংকর ব্ল্যাকমেইলের জালে। পুলিশ তাকেই সন্দেহ করে। কে খুন করলো সো-রাকে? হিংসুটে ইউটিউবার, নাকি উগ্র স্টকার? জং-তায়ে কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করে আসল খুনিকে ধরতে? নাকি সে নিজেই ফেঁসে যাবে এই জীবন-মৃত্যুর খেলায়?
এই গল্প শুধু খুনের নয়, এটা একটা সমাজের মুখোশের গল্প, সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়া মানুষদের গল্প। একজন ফলোয়ার, কীভাবে একটা ফলো করে নিজেই টার্গেট হয়ে যায়—সেই গল্প।
সত্যটা জানার জন্য আপনি কতদূর যেতে পারবেন? দেখুন পুরোটা আর জানুন সেই রহস্য!
#ThrillerStory #KoreanThriller #Mystery #SocialMediaDarkSide #InfluencerMystery
Comments
Post a Comment