✨ প্রায় দুই দশকের ক্যারিয়ার শেষে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হচ্ছেন সাদিয়া জাহান প্রভা! 🎬


✨ প্রায় দুই দশকের ক্যারিয়ার শেষে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হচ্ছেন সাদিয়া জাহান প্রভা! 🎬
২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করে অসংখ্য নাটকে অভিনয় করলেও এবারই প্রথম চলচ্চিত্রে অভিষেক ঘটছে তাঁর। একসাথে দুটি সরকারি অনুদানপ্রাপ্ত ছবিতে কাজ করছেন প্রভা— “দুই পয়সার মানুষ” ও “দেনা পাওনা”।
ইতিমধ্যেই দুই পয়সার মানুষ ছবির প্রথম ধাপের শুটিং শেষ করেছেন তিনি, যেখানে সহশিল্পী আছেন এবিএম সুমন। আর গতকাল গাজীপুরে শুরু হয়েছে দেনা পাওনা–র শুটিং, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ছবিতে নিরুপমার চরিত্রে দেখা যাবে তাঁকে, বিপরীতে আছেন মামুন হাসান ইমন।
🌟 প্রভার ভাষায়, অনেকবার প্রস্তাব এলেও নানা কারণে ছবিগুলো আর হয়নি। তবে এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিনেমায় নতুনভাবে দর্শকদের সামনে আসছেন তিনি। 💫
**Photo: Collected


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]