অফিশিয়াল ঘোষণা! নিজের ৬০তম জন্মদিনে শাহরুখ খান ভক্তদের জন্য দিলেন সবচেয়ে বড় উপহার
অফিশিয়াল ঘোষণা! নিজের ৬০তম জন্মদিনে শাহরুখ খান ভক্তদের জন্য দিলেন সবচেয়ে বড় উপহার — আসছে তাঁর ২০২৬ সালের মেগা অ্যাকশন থ্রিলার “KING”! 👑🔥
ইনস্টাগ্রাম ও ফেসবুকে শেয়ার করা টাইটেল রিভিলে কিং খান লিখেছেন —
“শ’ দেশেতে বদনাম, দুনিয়া দিয়েছে শুধু একটাই নাম — KING।”
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি (যিনি Pathaan ও War এর পরিচালকও) হতে যাচ্ছে বলিউডের অন্যতম বিশাল অ্যাকশন থ্রিলার। আর চমকের বিষয় — এই ছবির মাধ্যমেই শাহরুখের মেয়ে সুহানা খান বড় পর্দায় তাঁর নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন! 💫
ছবির তারকাখচিত কাস্টে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অর্জাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও অভয় বর্মা। শুটিং শুরু হয়েছে মুম্বইতে, এরপর চলছে আন্তর্জাতিক লোকেশনে জমজমাট অ্যাকশন দৃশ্য ধারণ।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স প্রযোজিত KING মুক্তি পাচ্ছে ২০২৬ সালে। শাহরুখের জন্মদিনে এই ঘোষণা যেন ভক্তদের জন্য সত্যিকারের ‘Showtime’! 🎬✨
#ShahRukhKhan #King2026 #SuhanaKhan #BollywoodKing

Comments
Post a Comment