রাইহান খানের ‘ট্রাইবুনাল’ আসছে ঈদে?

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০১–এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাইহান খানের নতুন চলচ্চিত্র ‘ট্রাইবুনাল’। প্রায় ৭৫ শতাংশ শুটিং ইতোমধ্যেই শেষ, আর বাকি অংশ দ্রুত শেষ করার পরিকল্পনা পরিচালক দলের। রাজধানীর এক হোটেলে আয়োজিত প্রেস কনফারেন্সে ছবিটি আনুষ্ঠানিকভাবে পরিচিত করিয়ে দেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

পরিচালক রাইহান খান বলেন,
ট্রাইবুনাল সম্পূর্ণ ভিন্ন স্টাইলে তৈরি হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ঈদে মুক্তি দিতে চাই। তবে পোস্ট–প্রোডাকশনের মান বজায় রাখতে দ্রুততার সাথে আপস করব না।

চলচ্চিত্রে ব্যারিস্টারের চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে—লন্ডন রিটার্ন, স্মার্ট ও ধারালো ব্যক্তিত্বের এক আইনজীবী, যিনি সত্য উদঘাটনে লড়ছেন। অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন মুশফিক হোসেন মিলন, মুশফিকা তাবাসসুম, তানিয়া ব্রিস্তি, সায়রা আখতার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য ও রাকিব হোসেন ইভান।

মৌসুমী হামিদ জানিয়েছেন,
গল্পটা শোনার পরই আমি রাজি হই। এ ধরনের গল্প আগে পাইনি। ২৬ জন সাক্ষী আর একমাত্র প্রত্যক্ষদর্শী—সেই চরিত্রটিই আমি করছি। গল্পটাতে প্রচণ্ড টেনশন আর আবেগ আছে।

সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ‘ট্রাইবুনাল’-এর টিম দ্রুতই শুটিং ও পোস্ট–প্রোডাকশন শেষ করে আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

#TribunalMovie #BanglaCinema #RaihanKhan #EidRelease2025


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]