রুবাইয়াত হোসেনের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল নিজের তারকাবহর।


রুবাইয়াত হোসেনের নতুন ছবি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’–এ মুখ্য চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেহরা বিনতে কামালকে। বহু বছর ধরে ছবিটি নিয়ে কাজ করে আসছেন নির্মাতা। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চিত্রনাট্য উপস্থাপন করে পেয়েছেন বৈশ্বিক তহবিলও। অবশেষে ঘোষণা করা হলো অভিনয়শিল্পীদের নাম।

তাদের সঙ্গে আরও আছেন জাইনীন করিম চৌধুরী—স্মিথ কলেজ–স্নাতক, যিনি সহকারী পরিচালক হিসেবে কাজের অভিজ্ঞতার পর এবার প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করছেন। ভ্যারাইটিকে দেওয়া এক ঘোষণায় বিষয়টি জানিয়েছেন পরিচালক।

ছবির গল্পে দেখা যাবে এক তরুণীকে, যার স্বপ্ন রূপকথার মতো বিয়ে। কিন্তু একই সঙ্গে তিনি লুকিয়ে লড়ছেন এক জটিল রোগের সঙ্গে। ঘরোয়া চিকিৎসা ব্যর্থ হওয়া আর মানসিক চাপে তিনি একদিন বিউটি পারলার ভিজিটের সময় কল্পনায় দেখতে থাকেন এক রহস্যময় লম্বা চুলের মহিলাকে।

পারফরম্যান্স নিয়ে রুবাইয়াত হোসেন বলেছেন, “প্রতিটি অভিনেতা অসাধারণ কাজ করেছেন। তাদের আস্থা, উদারতা, শিল্পীসত্তা ও নিবেদন আমাকে সত্যিই কৃতজ্ঞ করেছে।” ২০০৬ সালে স্বল্পদৈর্ঘ্য হিসেবে ভাবা এই গল্পটি তিনি দুই দশক ধরে বয়ে এনেছেন। “অবশেষে দুর্দান্ত এক দল নিয়ে ছবিটি তৈরি করতে পেরেছি। আমার কাছে এটি সত্যিই এক অলৌকিক মুহূর্ত,” বলেন তিনি।

পর্তুগিজ নির্মাতা লিওনর টেলেস সিনেমাটোগ্রাফিতে কাজ করেছেন, সঙ্গে আরও কয়েকজন আন্তর্জাতিক কারিগরি সদস্য যুক্ত হয়েছেন বিভিন্ন বিভাগে। আসছে ১৩ ডিসেম্বর ফ্রান্সের লে’জ আর্কস ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ক-ইন-প্রগ্রেস সেকশনে ছবিটি প্রদর্শিত হবে। বর্তমানে পোস্ট–প্রোডাকশন চলছে, আর ২০২৬ সালের মার্চের মধ্যেই সম্পন্ন হয়ে আন্তর্জাতিক উৎসবগুলোতে ভ্রমণের প্রস্তুতি নেবে ছবিটি।

#TheDifficultBride #BangladeshCinema #RubaiyatHossain #FilmNews


 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]