শুটিংয়ের মাঝেই হঠাৎ চমক!
- Get link
- X
- Other Apps
ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে শ্রীলঙ্কায় তাঁর আসন্ন ছবি ‘প্রিন্স’-এর শুটিংয়ে ব্যস্ত। কিন্তু বৃহস্পতিবার সকালে আচমকা তিনি দেশে ফিরে সবাইকে অবাক করে দেন। ঢাকায় অবতরণের পর সরাসরি হেলিকপ্টারে উড়ে যান কক্সবাজারে।
অনেকেই ভেবেছিলেন—নতুন কোনো সিনেমা বা বিজ্ঞাপনের শুটিং! 🤔 তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই সফরের পেছনে সিনেমা নয়, কর্পোরেট দায়িত্ব। শাকিব খান স্কয়ার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কক্সবাজারে আয়োজিত একটি রিটেইলার মিটে অংশ নিতে এসেছেন। সফরটি মাত্র দু’দিনের।
এসকে ফিল্মসের অফিসিয়াল পেজে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টার থেকে নামার পর ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় অভিনেতাকে। কক্সবাজারে তাঁর উপস্থিতির ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল।
জানা গেছে, শুক্রবারই আবার শ্রীলঙ্কায় ফিরে ‘প্রিন্স’-এর বাকি শুটিং শুরু করবেন শাকিব খান। 🌟
#ShakibKhan
#Dhallywood
#PrinceMovie
#BangladeshCinema

Comments
Post a Comment