Posts

Showing posts from September, 2025

চলচ্চিত্রে দুর্গাপূজার নানা রূপ

Image
দুর্গাপূজা নিজেই এক চলচ্চিত্রময় উৎসব। রঙিন প্রতিমা, ঢাকের তালে রাতভর উৎসব, আর আলোকিত প্যান্ডেল যেন এক বিশাল সিনেমার দৃশ্যপট। তাই বহু দশক ধরে চলচ্চিত্র নির্মাতাদের কাছে দুর্গাপূজা কেবল উৎসব নয়—বরং আবেগ, সংস্কৃতি ও সমাজের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। প্রাচীন বাংলা সিনেমায় পূজা মানেই ছিল গ্রামীণ জীবনের প্রাণ। বিমল রায়ের "দেবদাস" (১৯৫৫)-এ যেমন পারোর বাড়ির পূজা দৃশ্য আনন্দ ও বেদনার দ্বন্দ্বকে ফুটিয়ে তোলে। ঋত্বিক ঘটকের "মেঘে ঢাকা তারা" (১৯৬০)-এ ঢাকের শব্দ মিশে যায় নীটার কান্নায়, দেবী হয়ে ওঠেন ত্যাগ ও সংগ্রামের প্রতীক। সত্যজিৎ রায় পূজা-নিমজ্জনকে ধরেছিলেন বিমূর্ত শিল্পের মতো, আবার গৌতম ঘোষের "অন্তর্জলী যাত্রা" (১৯৮৭)-তে দেখা যায় সমাজের ভণ্ডামি—যেখানে দেবীকে পূজা করা হয়, কিন্তু বাস্তব নারীদের অবহেলা করা হয়। সমসাময়িক ছবিতে পূজা আরও পারিবারিক ও নগর জীবনের প্রতীক। ঋতুপর্ণ ঘোষের "উৎসব" (২০০০)-এ পারিবারিক দ্বন্দ্ব, সম্পত্তি ও উত্তরাধিকার প্রসঙ্গ দেবীর চোখের সামনেই ঘটে। সুজয় ঘোষের "কাহানি" (২০১২)-তে দেবী দুর্গার অসুরবধ যেন আধুনিক নারী বিদ্যার প্রতিশো...

বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তির তারিখ পেল সুজন বড়ুয়ার চলচ্চিত্র ‘বন্ধব’।

Image
বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তির তারিখ পেল সুজন বড়ুয়ার চলচ্চিত্র ‘বন্ধব’ । আগামী ৩ অক্টোবর সারাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করেই প্রযোজকেরা এ তারিখ চূড়ান্ত করেছেন। চলচ্চিত্রটির মুক্তি ঘিরে দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। একাধিকবার মুক্তির ঘোষণা দিয়েও বাজার পরিস্থিতি অনুকূল না থাকায় সরে আসতে বাধ্য হয়েছিলেন প্রযোজক আনুপ বড়ুয়া। তিনি জানান, “গুণগতমানের ছবির বড় সংকটে আছি আমরা। তাই আর দেরি করতে চাই না, সময় এসেছে দর্শকের সামনে কাজটি তুলে ধরার।” সহ–প্রযোজক আবুল বাশারও এ সিদ্ধান্তে একমত পোষণ করেন। পরিচালক সুজন বড়ুয়ার ভাষায়, এই নিশ্চয়তা তাকে দিয়েছে এক ধরনের “অভূতপূর্ব শান্তি” । তিনি জানান, ‘বন্ধব’ কোনো চটকদার দৃশ্যের ওপর দাঁড়ানো নয়, বরং গল্পনির্ভর এক মানবিক আখ্যান। এর কেন্দ্রে রয়েছে এক নামহীন শিশুর জীবন, যাকে ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। নির্মাতাদের দাবি, ছবিটি আবেগঘন এবং সামাজিকভাবে গুরুত্বপূর্ণ এক গল্প বলবে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। আরও আছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান, আসমা শিউল...

বলিউডে পথচলার অভিজ্ঞতা শেয়ার করলেন তৃপ্তি দিমরি

Image
সন্দীপ রেড্ডি ভঙ্গার আলোচিত ছবি ‘অ্যানিম্যাল’ –এ নজরকাড়া অভিনয়ের পর থেকেই বলিউডে নিজের জায়গা করে নিচ্ছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি । সম্প্রতি ফিল্মফেয়ার -এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেছেন তাঁর শুরুটা কেমন ছিল এবং কীভাবে কঠিন লড়াই করে সামনে এগিয়েছেন। তৃপ্তি জানান, ইন্ডাস্ট্রিতে বাইরের মানুষদের জন্য কাজ পাওয়া সহজ নয়, তবে সংগ্রাম আসলে সবার ক্ষেত্রেই থাকে। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন— “শুরুর দিকে প্রায় দেড় বছর ধরে প্রতিদিন তিন-চারটি অডিশন দিতাম। মজার ব্যাপার হলো, শুটিংয়ের চেয়ে অডিশনই আমাকে বেশি নার্ভাস করত। কারণ এক–দু’টি টেকেই চরিত্রের মূল রূপ ফুটিয়ে তুলতে হতো। সীমিত সময় ও সংক্ষিপ্ত নির্দেশনা নিয়েই সেখানে চরিত্রকে জীবন্ত করে তুলতে হয়।” তিনি আরও যোগ করেন, কাজ হাতে পেলেই নতুন দায়িত্ব এসে যায়। প্রতিবার নতুনভাবে কিছু করার চেষ্টা থাকে যাতে দর্শক একঘেয়েমি অনুভব না করেন, আর নিজেও অভিনয় করতে করতে ক্লান্ত না হয়ে পড়েন। তাঁর ভাষায়, “এটাই আসলে আশীর্বাদ, কারণ অনেক প্রতিভাবান শিল্পী এখনও সুযোগ পাননি।” তৃপ্তি দিমরির বলিউডে যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে, পোস্টার বয়েজ সিনেমার মা...

ChatGPT said: বাংলাদেশের প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল চারটি নতুন ছবি

Image
এর মধ্যে তিনটি দেশীয় এবং একটি হলিউডের বহুল আলোচিত চলচ্চিত্র। দর্শকদের জন্য এবারের লাইনআপে রয়েছে— “সাবা” , “স্বপনে দেখা রাজকন্যা” , “উদীয়মান সূর্য” এবং লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত হলিউড সিনেমা “ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার” । সাবা আন্তর্জাতিক উৎসবগুলোতে সাড়া জাগানোর পর অবশেষে বাংলাদেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেল “সাবা” । মাকসুদ হোসেন পরিচালিত এই ছবিতে দেখা যাবে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের তরুণী সাবার সংগ্রাম। পক্ষাঘাতগ্রস্ত মায়ের যত্ন নেওয়ার পাশাপাশি টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে সে। ছবিতে মেহজাবীন চৌধুরী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, সঙ্গে রয়েছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। এর আগে ছবিটি টরোন্টো, বুসান, রেড সি, গটেনবার্গ, সিডনি ও রেইনড্যান্সসহ একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। স্বপনে দেখা রাজকন্যা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত রোমান্টিক ড্রামা “স্বপনে দেখা রাজকন্যা” অবশেষে মুক্তি পাচ্ছে চার বছর পর। আদর আজাদ ও নিশাত নওর সালওয়া প্রধান চরিত্রে অভিনয় করেছেন। মহামারির সময় ২০২০ সালে ছবির শুটিং সম্পন্ন হয় এবং ২০২১ সালে সেন্সর ছাড়পত্র পেলেও দীর্ঘদিন ধরে আটকে ছিল ছবিটি। এবার এ...

সালমান-ঐশ্বরিয়ার প্রেম নিয়ে প্রহ্লাদ কাক্করের নতুন মন্তব্য

Image
বলিউডের আলোচিত জুটি সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ভারতের খ্যাতনামা বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কাক্কর। তার মতে, এই সম্পর্ক ছিল ঐশ্বরিয়ার জীবনের এক কঠিন অধ্যায়। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রহ্লাদ বলেন— সম্পর্ক ভাঙার কষ্ট নয়, বরং ইন্ডাস্ট্রির অনেক মানুষের সালমানের পক্ষে দাঁড়ানো এবং ঐশ্বরিয়াকে একঘরে করে দেওয়াই তাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছিল। প্রহ্লাদের বর্ণনায়, সম্পর্ক শেষ হওয়ার আগেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছিল। তিনি জানান, সালমান ছিলেন অতিরিক্ত আসক্ত এবং মাঝে মাঝে শারীরিকভাবে আক্রমণাত্মক। “কীভাবে এমন একজনকে সামলানো যায়? আমি তখন ঐশ্বরিয়ার পরিবারের একই ভবনে থাকতাম। সালমান মাঝেমধ্যেই লিফট লবিতে হৈচৈ করত, দেয়ালে মাথা ঠুকত। সম্পর্কটা তখন অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। বিচ্ছেদ ঐশ্বরিয়া ও তার পরিবারের জন্য স্বস্তি ছিল,” বলেন প্রহ্লাদ। তিনি আরও যোগ করেন, আশপাশের মানুষ যখন সমর্থন না দিয়ে উল্টো দোষারোপ করে, তখন মানসিক ক্ষত আরও গভীর হয়। এই সময়েই ঐশ্বরিয়ার ইন্ডাস্ট্রির প্রতি আস্থা ভেঙে গিয়েছিল। ** সালমান খান ও ঐশ্বরিয়া ...

জাতীয় পুরস্কারে সম্মানিত শাহরুখ খান, আবেগঘন প্রতিক্রিয়ায় গৌরী খান

Image
বলিউডের ‘বাদশাহ’ খ্যাত শাহরুখ খান এবার পেলেন তার ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রজগতে অবদান রাখা এই তারকার হাতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জমকালো সেই আয়োজনে শাহরুখকে পুরস্কৃত করার মুহূর্তে উচ্ছ্বাসে ভাসেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। যদিও বিজয়ীদের নাম ঘোষণা হয়েছিল গত আগস্টের শুরুতেই, এবার আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হলো। শাহরুখের এই অর্জনে সবচেয়ে বেশি আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্ত্রী, গৌরী খান। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন— “কি অসাধারণ যাত্রা ছিল তোমার, শাহরুখ। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন। তুমিই এ সম্মানের যোগ্য। বছরের পর বছর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল আজ হাতে এসেছে। এই পুরস্কারের জন্য আমি একটি বিশেষ শোকেস ডিজাইন করছি।” এদিন আরও পুরস্কৃত হয়েছেন— সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’ চলচ্চিত্রের জন্য বিক্রান্ত ম্যাসি, ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য রানি মুখার্জি। দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন দক্ষিণী সুপারস্টার মোহনলাল। সেরা হিন্...

সুনেরাহর নতুন পথচলা: প্রথমবার ধারাবাহিকে ‘এটা আমাদের গল্প’

Image
মডেল থেকে অভিনেত্রী হয়ে ওঠা সুনেরাহ বিনতে কামাল এবার প্রথমবারের মতো যুক্ত হচ্ছেন টিভি ধারাবাহিকে। ২০১৯ সালে তানিম রহমান অঙ্খশুর পরিচালিত নো ডরাই চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নজর কাড়েন তিনি। টেলিভিশনে তার প্রথম যাত্রা ছিল ২০২২ সালে, তাহসানের সঙ্গে একক নাটক শূন্য থেকে শুরু–এর মাধ্যমে। গত বছর রাগীব রাইহানের ডাবাঘরে নাটকে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করে ছোট পর্দায় নিয়মিত মুখ হয়ে ওঠেন সুনেরাহ। প্রায় প্রতি মাসেই ইউটিউব চ্যানেলে তার অভিনীত নতুন নাটক প্রকাশ পাচ্ছে। এবার তিনি প্রথমবারের মতো ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পারিবারিক সিরিজ এটা আমাদের গল্প–এ সায়রা চরিত্রে দেখা যাবে তাকে। রোববার (২১ সেপ্টেম্বর) সুনেরাহর এই নতুন লুক প্রকাশ করা হয় ক্যাপশনে লেখা ছিল— “A family series. It begins with family, it ends with family.” জনপ্রিয় ধারাবাহিক ফ্যামিলি ক্রাইসিস, ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড, গ্রাজুয়েট এবং মাইক–এর নির্মাতা রাজ এবারও পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে হাজির হচ্ছেন। গত ঈদে তার নির্মিত এটা তোমাদের গল্প প্রশ...

হানিয়া আমির–হাসান মাসুদ গুজবের আসল সত্য জানালেন অভিনেতা

Image
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি বাংলাদেশে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তরা নানা পোস্ট দিচ্ছেন, সঙ্গে ছড়িয়ে পড়ছে কিছু মিমও। এরই মধ্যে রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়—হানিয়া আমির নাকি এক অনুষ্ঠানে বাংলাদেশি অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে বিষয়টি পুরোপুরি গুজব বলে জানিয়েছেন হাসান মাসুদ নিজেই। তিনি স্পষ্ট করে বলেছেন, “আমি হানিয়া আমিরকে চিনি না, তার বাংলাদেশে আসার কথাও জানতাম না। এমন কোনো অনুষ্ঠানে আমি ছিলাম না। ফেসবুকে কী পোস্ট হয়েছে তাও আমার জানা নেই।” তিনি আরও বলেন, এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তথ্য যাচাই করে জানা যায়, প্রথমে একটি ফেসবুক পেজ মজা করে এই পোস্টটি ছড়ায়। এরপর বিভিন্ন গ্রুপ ও পেজে তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই এটি সত্যি ভেবে শেয়ার করতে থাকেন, যা অযথা বিভ্রান্তি তৈরি করে। হাসান মাসুদ এ ঘটনাকে ‘ফেক’ এবং ‘বিব্রতকর’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, হানিয়া আমির এই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন। মূলত কয়েকটি প্রোগ্রামে অংশ নিতেই তার ঢাকায় আস...

‘নকশি কাঁথার জমিন’ আসছে ওটিটিতে

Image
 আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর আকরাম খানের ছবি ‘নকশি কাঁথার জমিন’ গত বছরের ২৭ ডিসেম্বর দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবার ছবিটি ওটিটিতে মুক্তি পাচ্ছে। চলতি মাসের শেষ দিকে ‘আইস্ক্রিন’ প্ল্যাটফর্মে এটি দেখা যাবে। হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে উঠে এসেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের করুণ বাস্তবতা। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন দুই বোন রাহেলা ও সেলেহা। এ দুই চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেন্তি। আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ। ‘নকশি কাঁথার জমিন’ মূলত নারীদের ত্যাগ ও সংগ্রামের কাহিনি ফুটিয়ে তোলে। মুক্তিযুদ্ধকালীন সময়ের হত্যাযজ্ঞ, ঘরে-বাইরে বিভাজন, পরিবারে শত্রুতা ও সংঘাতের পাশাপাশি দুই বোনের আবেগ, দুর্বলতা ও দৃঢ়তাকে সামনে আনা হয়েছে ছবিটিতে। ইতিমধ্যে ছবিটি ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। পাশাপাশি ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) আইসিএফটি–ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়। #নকশিকাঁথারজমিন #জয়াআহসান #মু...

অভিনেত্রী সাবনাম ফারিয়া বিয়ের পিঁড়িতে বসলেন।

Image
আজ শুক্রবার আসরের নামাজের পর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এই তারকার বিয়ের অনুষ্ঠান। বিষয়টি প্রথম আলোকে নিজেই নিশ্চিত করেছেন সাবনাম ফারিয়া। ফারিয়া জানিয়েছেন, তার স্বামীর নাম তানজিম তায়েব। তিনি রাজশাহীর বাসিন্দা এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। বিয়ের পর অনুভূতি জানাতে গিয়ে ফারিয়া বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি সবসময়ই জটিল ছিল—উদ্বেগেরও কম নয়। নানা ব্যক্তিগত ও জটিল অভিজ্ঞতার পর ভেবেছিলাম হয়তো জীবনে এ অধ্যায় আর আসবে না। কিন্তু সময়ের পরিক্রমায় এবং হঠাৎ নেওয়া এক পারিবারিক সিদ্ধান্তে আজকের এই বাস্তবতা এসেছে।” বিয়ের অনুষ্ঠান ঢাকার মাদানি এভিনিউ এলাকায় অবস্থিত মসজিদ আল-মুস্তাফায় সম্পন্ন হয়। অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুরা উপস্থিত ছিলেন। তবে হঠাৎ সিদ্ধান্তে আয়োজন হওয়ায় তার একমাত্র ভাশুরী বিদেশে থাকায় যোগ দিতে পারেননি। ফারিয়া আরও জানান, “ভবিষ্যতে সহকর্মী, আত্মীয...

মেহজাবিন অভিনীত ‘সাবা’ আসছে দুর্গা উৎসবে প্রেক্ষাগৃহে

Image
গত বছরের আলোচিত চলচ্চিত্র ‘প্রিয় মালতি’ মুক্তির পর আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মাকসুদ হোসেনের পরিচালনায় নির্মিত নতুন ছবি ‘সাবা’ মুক্তি পাবে আগামী ২৬ সেপ্টেম্বর, দুর্গা পূজার উৎসবকে ঘিরে। চলচ্চিত্রটির গল্পে দেখা যাবে শহরের এক মধ্যবিত্ত পরিবারের তরুণী সাবাকে। বাবার মৃত্যু পর মায়ের একমাত্র অভিভাবক হয়ে ওঠে সে। হুইলচেয়ারে আবদ্ধ মা শিরিনকে দেখাশোনা করতে গিয়ে সাবাকে নিজের স্বপ্ন বিসর্জন দিতে হয়। আর্থিক অনটনের মধ্যেই হঠাৎ শিরিনের হার্ট অ্যাটাক হয় এবং জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। মায়ের জীবন বাঁচাতে মরিয়া হয়ে ওঠে সাবা। গত বছরের সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির বিশ্বপ্রিমিয়ার হয়। এরপর এটি বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি এবং রেইনড্যান্সসহ বিশ্বব্যাপী প্রায় এক ডজন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। মেহজাবিনের সঙ্গে ‘সাবা’ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার ও রোকেয়া প্রাচী। **Photo: Collected #MehazabienChowdhury #SabaMovie #DurgaFestivalRelease #BanglaCinema  

ঐশ্বরিয়া–অভিষেকের বিচ্ছেদ নিয়ে নতুন তথ্য প্রকাশ

Image
বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে অন্যতম ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। বিয়ের ১৮ বছর পরও তাদের নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে গত বছর আচমকা তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। বচ্চন পরিবারের কেউই সে সময় এ বিষয়ে মুখ খোলেননি। পরে অবশ্য একসঙ্গে একটি বিয়েবাড়িতে হাজির হয়ে তারা সেই জল্পনা নস্যাৎ করেন। সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা প্রহ্লাদ কাক্কার ভিকি ললওয়ানির একটি পডকাস্টে ঐশ্বরিয়া–অভিষেক প্রসঙ্গে নতুন তথ্য প্রকাশ করেছেন। কাক্কার জানান, ঐশ্বরিয়ার মায়ের বাড়ির পাশেই তার বাসা হওয়ায় প্রায়ই দেখা হয় অভিনেত্রীর সঙ্গে। তিনি বলেন, ঐশ্বরিয়া তার মায়ের খুব ঘনিষ্ঠ। মেয়ে স্কুলে থাকাকালীন অবসর সময়ে কিংবা অসুস্থ মায়ের খোঁজ নিতে তিনি সেখানে যান। তবে রবিবার বা ছুটির দিনে তিনি সাধারণত মায়ের কাছে যান না। কখনও কখনও অভিষেকও তার শ্বাশুড়ির বাড়িতে যান। কাক্কারের মতে, ঐশ্বরিয়া বচ্চন বাড়ি ছেড়ে মায়ের কাছে থাকছেন—এমন দাবি পুরোপুরি মিথ্যা। আসলে এটি শুধু পরিবারের সঙ্গে সময় কাটানোর বিষয়, কোনো বিচ্ছেদ বা ঝামেলা নয়। উল্লেখ্য, ঐশ্বরিয়া ও অভিষেকের প্রেমের শুরু হয়েছিল সিনেমার সেটে। ২০০৭ সালের এপ্রিলে তারা বিবাহবন্ধনে আ...