Posts

Showing posts from September, 2025

আফরান নিশো কাজাখস্তানে ‘ডম’ চলচ্চিত্রের শুটিংয়ের প্রস্তুতিতে।

Image
কাজাখস্তানের বিস্তীর্ণ মরুভূমিতে সম্প্রতি দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। সেখানে তার আসন্ন চলচ্চিত্র ‘ডম’-এর প্রস্তুতি চলছে। সঙ্গে ছিলেন পরিচালক রেদওয়ান রনি, প্রযোজক শহরিয়ার শাকিল এবং বিদেশি টেকনিক্যাল টিমের সদস্যরা। চরকি সিইও ও চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি সামাজিক মাধ্যমে কিছু ছবি শেয়ার করে লিখেছেন— “‘ডম’-এর পরীক্ষা শুরু।” ছবিগুলোর একটিতে দেখা যায়, নিশো একটি পাথরের উপর বসে হাতে স্ক্রিপ্ট নিয়ে মনোযোগ সহকারে পড়ছেন। অন্য এক ফ্রেমে রনি, শহরিয়ার শাকিল এবং বিদেশি টিমকে নিয়ে লোকেশন ঘুরে দেখছেন, কাজাখস্তানের রৌদ্রোজ্জ্বল প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। ধারণা করা হচ্ছে, তারা শুটিংয়ের লোকেশন বাছাই ও সম্ভাব্য চ্যালেঞ্জ যাচাই করছেন। দীর্ঘ বিরতির পর রেদওয়ান রনি এই ছবির মাধ্যমে আবারও পরিচালনায় ফিরছেন। তিনি বলেন, “আমি আমার সর্বশক্তি দিয়ে ‘ডম’ নির্মাণে আসছি।” সত্য ঘটনা অবলম্বনে তৈরি এ ছবিটি হবে একটি সারভাইভাল ড্রামা। এতে আফরান নিশো ও চঞ্চল চৌধুরী প্রধান চরিত্রে অভিনয় করবেন। নিজের চরিত্র নিয়ে নিশো বলেন, “এখানে অভিনয়ের জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলোই আমাকে অনুপ্রাণিত...

নতুন চমক নিয়ে ফিরছে জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’

Image
দীর্ঘ আড়াই বছর পর আসছে এর পঞ্চম সিজন। দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকা এই সিরিজে এবার ফিরছেন আলোচিত চরিত্র ‘নেহাল’ , যাকে শেষ দেখা গিয়েছিল তৃতীয় সিজনে। চতুর্থ সিজনে তিনি অনুপস্থিত থাকলেও তার গল্প রয়ে গিয়েছিল দর্শকের মনে। সিরিজজুড়ে মজা, নাটকীয়তা আর অপ্রত্যাশিত ঘটনার ভিড়ে নেহালের অনুপস্থিতি সবসময়ই অনুভূত হয়েছে। এবার সেই শূন্যতা পূরণ করতে ফিরছেন অভিনেতা তৌসিফ মাহবুব । ফলে নতুন সিজনে কাবিলা-পাশাদের সঙ্গে তার সম্পর্ক কোন দিকে মোড় নেবে, তা নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে। পরিচালক কাজল আরেফিন অমি জানিয়েছেন, নেহালের ফিরে আসা দর্শকের জন্য বড় এক সারপ্রাইজ। পাশাপাশি নতুন কিছু চরিত্রও যুক্ত হচ্ছে—যেমন ‘নতুন কাজের মেয়ে’ ও ‘পাগলা সুজন’। ফলে এই সিজনের বিনোদন হবে আরও জমজমাট। ২০১৭ সালে যাত্রা শুরু করা ‘ব্যাচেলর পয়েন্ট’-এ এরই মধ্যে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, শিমুল, পাভল, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, মনিরা মিঠু, পারসা ইভানাসহ অনেকে। নতুন সিজনে সেই তালিকায় আবারও যুক্ত হলেন তৌসিফ মাহবুব। **Photo: Collected #ব্যাচেলরপয়েন্ট৫...

সুপ্টির শক্ত লড়াই থেকে বাস্তবের মা—সবটুকুই মিশে আছে পরীমনির এই জয়ে

Image
  এবারের ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার OTT ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন চিত্রনায়িকা পরীমনি। অনম বিশ্বাসের চলচ্চিত্র “রঙিলা কিতাব” -এ গর্ভাবস্থার কষ্টসহ জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করা দৃঢ়চেতা ‘সুপ্টি’র চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) পুরস্কার গ্রহণ করতে গিয়ে আবেগঘন পরীমনি বলেন, “আমি জীবনে অনেক পুরস্কার পেয়েছি, হয়তো সামনে আরও পাবো। তবে এই পুরস্কার আমার কাছে সবসময় বিশেষ থাকবে। কারণ এটি এসেছে এক জননী চরিত্রে অভিনয়ের জন্য—যা আমি তখন ব্যক্তিগতভাবেও অনুভব করছিলাম। এই চরিত্রের মাধ্যমে আমি আবারও আমার মাতৃত্বযাত্রা নতুন করে অনুভব করেছি।” দুই সন্তান পুন্য ও প্রিয়মকে নিয়ে বসবাস করা পরীমনি ঘরে ফেরার পর পেয়েছেন এক চমকপ্রদ অভ্যর্থনা। ফেসবুকে শেয়ার করা সেই মুহূর্তে তিনি লিখেছেন, “এখন আমার ঘরের দরজা খোলে ওরা। নানা ভাই চলে যাওয়ার পর কেউ এভাবে আমার ফেরার অপেক্ষায় থাকেনি। গত রাতে পুরস্কার নিয়ে বাসায় ফিরতেই দরজা খোলার সঙ্গে সঙ্গেই দু’জন একসঙ্গে আমার কোলে ঝাঁপিয়ে পড়ল। জীবনে এর চেয়ে বড় চাওয়...

রাশমিকার হাতে হিরের আংটি, বিজয়ের সঙ্গেই কি বাগদান?

Image
দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। বহুদিন ধরেই দুজনকে নিয়ে আলোচনায় ব্যস্ত ভক্তরা। যদিও কখনোই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি তারা, তবে সাম্প্রতিক কিছু ছবি আবারও জল্পনা বাড়িয়েছে। রাশমিকার সাদা শার্ট, নীল জিনস আর রোদচশমায় নতুন ফটোশুট ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তবে ভক্তদের চোখ আটকে গেছে তার অনামিকায় ঝলমল করা হিরের আংটিতে। অনেকে মনে করছেন, এটি তার বাগদানের আংটি। আর তাই প্রশ্ন উঠছে—বিজয়ের সঙ্গেই কি গোপনে বাগদান সেরেছেন অভিনেত্রী? প্রসঙ্গত, রাশমিকা ও বিজয়কে একাধিকবার একসঙ্গে ঘুরতে দেখা গেছে। যুগল ছবি প্রকাশ না করলেও একই জায়গা থেকে আলাদা ছবি শেয়ার করায় ভক্তদের কৌতূহল বেড়েছে। অনেকে বলছেন, বিজয়ের নাম উঠলেই রাশমিকার মুখে যে হাসি খেলে যায়, সেটাই সম্পর্কের গভীরতার ইঙ্গিত। অন্যদিকে বিজয় একবার জানিয়েছেন, তিনি সম্পর্কে আছেন, তবে কার সঙ্গে, তা প্রকাশ করেননি। এর আগেও রাশমিকার হলুদ ও গোলাপি শাড়িতে তোলা কিছু ছবি ভাইরাল হয়েছিল, যা নিয়েও বিয়ের গুঞ্জন ওঠে। শোনা যায়, সেই ছবিগুলোও নাকি বিজয়ের বাড়িতেই তোলা হয়েছিল। সব মিলিয়ে এখন ভক্তদের প্রশ্ন—রাশমিকা ...

✨ মেহজাবীনের ‘সাবা’: আন্তর্জাতিক সাফল্যের পর আসছে দেশীয় প্রেক্ষাগৃহে ✨

Image
মেহজাবীন অভিনীত ‘সাবা’ শিগগিরই মুক্তি পাচ্ছে বাংলাদেশে। গত বছর "প্রিয় মালতি" সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন মেহজাবীন চৌধুরী। তবে তার প্রকৃত প্রথম ছবি আসলে "সাবা"। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পর অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবীন জানান, খুব শিগগিরই "সাবা" দেশের বিভিন্ন সিনেমা হলে দেখা যাবে। ছবিটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। ইতিমধ্যেই চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দৈনিক আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক মাকসুদ হোসেন নিশ্চিত করেছেন, "সাবা" প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য প্রস্তুত। তিনি বলেন, “মুক্তির তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে। আমরা সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরে শুরুর দিকে মুক্তির পরিকল্পনা করছি।” ছবিটির কাহিনি ঘুরে দাঁড়িয়েছে সাবাকে কেন্দ্র করে, যিনি এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবাকে হারানোর পর তিনি হয়ে ওঠেন মায়ের একমাত্র ভরসা। মা শিরিন সড়ক দুর্ঘটনায় হুইলচেয়ারে বন্দি হয়ে পড়েন। আর্থিক টানাপোড়েনে নিজস্ব স্বপ্ন বিসর্জন দিয়ে সাবা মায়ে...

তারকারা নামছেন আগামীকাল। শুরু হতে যাচ্ছে **চতুর্থ Blender's Choice – The OTT & Digital Content Awards**

Image
তারকারা নামছেন আগামীকাল। শুরু হতে যাচ্ছে **চতুর্থ Blender's Choice – The OTT & Digital Content Awards**, যেখানে সম্মান জানানো হবে দেশের ওটিটি জগতের সেরা প্রতিভাদের। শুরু থেকেই এই আয়োজন ডিজিটাল বিনোদনের অসাধারণ সাফল্যকে আলোকিত করে আসছে, এবারের আয়োজনও তার ব্যতিক্রম নয়। মোট **২৭টি বিভাগ ও দুটি বিশেষ পুরস্কার**ের মাধ্যমে এবারও প্রদান করা হবে সম্মাননা—যার মধ্যে রয়েছে ১৫টি জনপ্রিয়তা নির্ভর (Popular) এবং ১২টি সমালোচক নির্ভর (Critics) পুরস্কার। **সেরা পরিচালক (Popular, Film)** বিভাগে মনোনয়ন পেয়েছেন কাজল আরেফিন অমে (*অসময়*), মোস্তফা সরয়ার ফারুকী (*Last Defenders of Monogamy*), রায়হান রাফি (*মায়া*), রবিউল আলম রবি (*Forget Me Not*) এবং শিহাব শাহীন (*কাছের মানুষ দূরে থুইয়া*)। ওয়েব সিরিজ বিভাগেও প্রতিযোগিতা তীব্র—মনোনয়ন পেয়েছেন আনাম বিশ্বাস (*রঙিলা কিতাব*), কাজী আসাদ (*আধুনিক বাংলা হোটেল*), মোহাম্মদ তৌকির ইসলাম (*সিনপাত*), শিহাব শাহীন (*গোলাম মামুন*) এবং ভিকি জাহেদ (*চক্র*)। **সমালোচকদের বিভাগে সেরা অভিনেতা** হিসেবে মনোনয়ন পেয়েছেন মোশাররফ করিম (*আধুনিক বাংলা হোটেল*), মোস্তাফিজুর নূর ইমরান (...

নাসির উদ্দিন খান ফিরছেন ওটিটি থ্রিলারে ‘নয়া নোট’।

Image
‘মাইসেলফ অ্যালেন স্বপন’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের ব্যাপক প্রশংসা পাওয়া অভিনেতা নাসির উদ্দিন খান এবার হাজির হচ্ছেন নতুন ওয়েব ফিল্ম ‘নয়া নোট’-এ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম লুক পোস্টার, যা ইতোমধ্যেই কৌতূহল জাগিয়েছে দর্শকমহলে। তরুণ নির্মাতা অনন্য প্রতীক চৌধুরী ফেসবুকে পোস্টারটি শেয়ার করেন। পোস্টারে দেখা যায়—নাসির উদ্দিন খান এক ভিন্ন লুকে, হাতে নতুন ৫০ টাকার নোট। পোস্টের ক্যাপশনে অনন্য লিখেছেন, “এই পৃথিবীতে সবাই কারও না কারও কাছে ভিক্ষুক—কেউ পাঁচ টাকার, কেউবা কোটি টাকার।” তিনি জানান, ‘নয়া নোট’ হচ্ছে তার পরিচালনায় প্রথম ফিচার এবং শিগগিরই এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম iScreen-এ। একইসঙ্গে আইস্ক্রিন নিজেদের অফিসিয়াল পোস্টে লেখে, “হাতে নতুন নোট, মুখে হাসি। নাসির উদ্দিন খানের চরিত্রে কী রহস্য লুকিয়ে আছে?” তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। ছবির বাকি অভিনয়শিল্পীদের নামও এখনো গোপন রাখা হয়েছে। ফিল্মটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনন্য প্রতীক চৌধুরী নিজেই। তিনি বিশিষ্ট নির্মাতা অরুণ চৌধুরী ও চলচ্চিত্রকার চয়নিকা চৌধুরীর ছেলে। ছেলের প্রথম ফিচার পরিচালন...

নুহাশ হুমায়ূন: আমি চাই আমার চলচ্চিত্র আন্তর্জাতিক মূল্য পাক

Image
  তরুণ চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন ভৌতিক চলচ্চিত্রের ক্ষেত্রে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি তার চলচ্চিত্র নির্মাণের যাত্রা, বাংলাদেশে ভৌতিক চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক মঞ্চে তার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কথা বলেন। বাংলাদেশী চলচ্চিত্রকে জাতীয় সীমানার বাইরে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে নুহাশ জানান, তার কাজ ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং বিশ্বব্যাপী দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে। তার প্রাথমিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমার প্রথম অভিজ্ঞতা ছিল বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ইতি, তোমারি ঢাকা’ নিয়ে। এই সংকলনের একটি গল্প আমি পরিচালনা করেছিলাম। সেখানে বিভিন্ন দেশের দর্শকরা উপস্থিত ছিলেন, এবং তারা পুরোপুরি চলচ্চিত্রটি উপভোগ করেছিলেন। আমার অংশে অনেক কমেডি ছিল, এবং সেই দৃশ্যগুলো দেখে দর্শকরা হেসেছিলেন। এই অভিজ্ঞতা আমার জীবন বদলে দিয়েছে। এটি আমাকে বুঝিয়েছে যে আমার কাজ শুধু আমার দেশের জন্য নয়, এটির আন্তর্জাতিক মূল্য রয়েছে।” নুহা...

শাহরুখ-রানি: দীর্ঘদিন পর একসঙ্গে স্ক্রিনে

Image
  বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও রানি মুখার্জিকে দীর্ঘদিন পর একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে আবারও জুটি বেঁধে দেখা গেছে তাদের। ভিডিওটি পোস্ট করেছেন শাহরুখ নিজেই, যেখানে তাকে নীল সোয়েটার ও ডেনিমে, আর রানিকে সাদা ক্রপ টপ ও ধূসর জিন্সে দেখা যায়। ভিডিওতে তারা নেচেছেন ‘তু পেহলি তু আখেরি’ গানের সঙ্গে, যা মূলত শাহরুখের ছেলে আরিয়ান খানের পরিচালিত আসন্ন ওয়েব সিরিজের গান। একসঙ্গে এই পারফরম্যান্স ভক্তদের মনে করিয়ে দিয়েছে পুরোনো দিনের সিনেমার রোমান্টিক মুহূর্তগুলোকে। শুধু তাই নয়, এ বছরই প্রথমবার শাহরুখ ও রানি দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। শাহরুখ ‘জওয়ান’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন, আর রানি ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। ফলে এই রিইউনিয়ন ভিডিও তাদের অর্জন উদযাপন ও অতীতের স্মৃতিকে একসঙ্গে বুনে দিয়েছে। উল্লেখ্য, শাহরুখ-রানি একসঙ্গে বহু হিট ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে চালতে চালতে, কাভি খুশি কাভি গম, পেহলি এবং ভীর জারা। ** ছবি: সংগৃহীত #ShahRukhKhan #R...

নতুন কমিক সিরিজ ‘হিট ম্যান’-এ থাকছেন নিলয় ও হিমি।

Image
শিশু-কিশোরদের জন্য তৈরি হচ্ছে নতুন কমিক সিরিজ হিট ম্যান। এর কার্টুন চরিত্রগুলোর নকশা ইতোমধ্যেই সম্পন্ন করেছেন কার্টুনিস্ট সোহানি। বহুদিনের খোঁজাখুঁজির পর অবশেষে প্রধান চরিত্রের জন্য তিনি পেয়েছেন নিজের কাঙ্ক্ষিত মুখ—জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। এই চরিত্রকে জীবন্ত করে তুলবেন নিলয়, যাকে দেখা যাবে টেলিভিশন নাটক হিট ম্যান-এ। সেখানে সোহানির চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গল্পে দেখা যাবে—চাকরির ইন্টারভিউতে যাওয়ার পথে রাকিব জড়িয়ে পড়ে এক রাস্তাঘাটের ঝগড়ায়। সেই সময় যানজটে আটকে থাকা সোহানি লক্ষ্য করেন তার অভিব্যক্তি ও কথোপকথনের ভঙ্গিমা। কৌতূহলবশত তিনি রাকিবের ছবি তুলে রাখেন এবং পরে তাকে নিজের কমিকের প্রধান চরিত্র হিসেবে বেছে নেন। রঙ্গন এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ নাটকটি খুব শিগগিরই প্রকাশিত হবে প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে। এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন এবং চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মোহাম্মদ হাসান। পরিচালক জানান, “একটি ভিন্নধর্মী ও বিনোদনমূলক গল্প দিয়ে নাটকটি নির্মাণ করেছি। নিলয়কে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। দর্শক তাকে ভিন্ন এক রূপে দেখতে পাবে...