Posts

Showing posts from October, 2025

মুক্তির আগেই ইতিহাস গড়ছে ‘বাহুবলী: দ্য এপিক

Image
অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা—আবারও পর্দায় ফিরছে ভারতীয় সিনেমার সবচেয়ে মহাকাব্যিক ফ্র্যাঞ্চাইজি বাহুবলী ! এবার রাজামৌলি একত্রিত করেছেন ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’—নতুন রূপে, নাম ‘বাহুবলী: দ্য এপিক’ । প্রায় ৩ ঘণ্টা ৪৫ মিনিটের এই সংস্করণ মুক্তি পাবে আগামী শুক্রবার (৩১ অক্টোবর), আর মুক্তির আগেই ভাঙছে রেকর্ড! টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রিতে ছবিটি আয় করেছে প্রায় ৫ কোটি রুপি , যার অর্ধেক ভারতের অভ্যন্তর থেকে, বাকিটা আন্তর্জাতিক বাজারে। বিশ্লেষকদের মতে, এটি পুনঃপ্রকাশিত কোনো ছবির জন্য এক অভূতপূর্ব মাইলফলক। দর্শকদের উচ্ছ্বাস এমন পর্যায়ে পৌঁছেছে যে, এটি ইতিমধ্যেই মহেশ বাবুর ‘খালেজা’ ও ‘মুরারি’-এর পুনঃপ্রকাশের রেকর্ডও ছাড়িয়ে গেছে! এখনও কিছু বিশেষ প্রিমিয়ার শোর টিকিট বিক্রি বাকি, তাই আয় আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। থিয়েটার মালিকরা প্রস্তুত—কারণ ‘বাহুবলী’ ফিরছে আবার, আরও বৃহৎ, আরও মহিমান্বিত রূপে! 🔥 #BaahubaliTheEpic #SSRajamouli #IndianCinema #BoxOfficeRecord  

৪২-এ পা রেখে জীবনের নতুন বার্তা দিলেন বাঁধন

Image
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন জীবনের ৪২ বছরে এসে যেন আরও শক্ত, আরও পরিণত এক মানুষ। নিজের জন্মদিনে ফেসবুকে একটি সাদাকালো ছবি পোস্ট করে তিনি জানালেন জীবনের উত্থান–পতনের গল্প। বাঁধন লিখেছেন — “আজ আমার ৪২তম জন্মদিন। কী দারুণ এই যাত্রা! ৪০ পেরোনোর পর জীবন যেন সম্পূর্ণ বদলে গেল। এক কঠিন সম্পর্কের বিচ্ছেদ আর দেশের অস্থির সময় আমাকে গভীর বিষণ্নতায় ডুবিয়ে দিয়েছিল। মনে হয়েছিল, সব শেষ...” তবু হার মানেননি তিনি। মানসিক ও শারীরিক পরিবর্তনের সেই কঠিন সময় পেরিয়ে আজ নতুন করে বাঁচছেন বাঁধন। নিয়মিত ব্যায়াম, আত্মপ্রেম আর দৃঢ় মানসিকতায় তিনি ফিরে পেয়েছেন নিজেকে। তার ভাষায় — “আমরা মানুষ, সুপারহিরো নই। আমরা ভাঙি, কাঁদি, আবার জোড়া লাগি। আমার চল্লিশের দশকটাই জীবনের সবচেয়ে সুন্দর সময়।” 💫 ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে আন্তর্জাতিক আলোচনায় আসা এই অভিনেত্রী এখন বলছেন— জীবনের সবচেয়ে ভালো সময় এখনই। ❤️ #AzmeriHaqueBadhan #HappyBirthdayBadhan #LifeJourney #InspiringWoman  

ChatGPT said: তাসনিয়া ফারিনের প্রশ্ন — “একজন অভিনেত্রী কবে বিয়ে করবে, তা ঠিক করবে কে?”

Image
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া খোলামেলা মন্তব্যে এই জনপ্রিয় অভিনেত্রী তুলে ধরেছেন বিনোদন অঙ্গনের লিঙ্গবৈষম্যের চিত্র। ফারিন বলেন, “আমাদের নারীদের জন্য পথটা অনেক কঠিন। সামান্য পারিশ্রমিক বাড়াতে গেলেও অনেক দরকষাকষি করতে হয়, অথচ নতুন কোনো পুরুষ অভিনেতা দু’টা ছবি করেই নিজের পারিশ্রমিক বাড়িয়ে ফেলতে পারে, আর সেটাও সহজে মেনে নেওয়া হয়।” তিনি আরও বলেন, “নারী-কেন্দ্রিক সিনেমাগুলোতেও এখনো গৎবাঁধা গল্পের বাইরে বের হতে পারি না— হয় নারীর নিপীড়ন নয়তো অধিকার নিয়ে প্রচলিত গল্প। কিন্তু গল্প ও বাজেট না বদলালে এই সিনেমাগুলো সফল হবে কীভাবে?” বিয়ে প্রসঙ্গেও স্পষ্ট মত দিয়েছেন ফারিন— “আগে ভাবা হতো, বিয়ে মানেই নায়িকার ক্যারিয়ারের শেষ, কিন্তু এখন সময় বদলেছে। একজন অভিনেত্রী কখন বিয়ে করবেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি তো দেখেছি, বিয়ের পর আমার কাজের পরিমাণ বরং বেড়েছে। এখন আর কারও বিয়ের স্ট্যাটাস নিয়ে কেউ মাথা ঘামায় না— সেটা হলিউড হোক বা আমাদের দেশ।” বর্তমানে ফারিন কলকাতায় আছেন নতুন এক ছবির আলোচনায়, যেখানে চঞ্চল চৌধুরীরও অভিনয়ের সম্ভাবনা রয়েছে। আনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এ...

অভিনয়ে যেমন ব্যস্ত, তেমনি আবারো সংগীতে ফিরছেন নুসরাত ফারিয়া

Image
দীর্ঘ বিরতির পর নতুন কিছু গান নিয়ে আসছেন অভিনেত্রী-গায়িকা ফারিয়া। ২০১৮ সালে “পাটাকা” গান দিয়ে গানের জগতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এরপর চারটি গান প্রকাশ করলেও, গত বছর ফুয়াদ আলমুক্তাদিরের সঙ্গে করা একটি গান এখনো প্রকাশ হয়নি। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই বিলম্বের কারণ জানিয়ে ফারিয়া বলেন, “একটা ভালো প্রজেকশন তৈরি করতে অনেকের সমন্বয় লাগে। আমি শুধু গান রেকর্ড করেই ছেড়ে দিই না—দর্শক যেন ভিজ্যুয়ালি নতুন কিছু পান, সে জন্য সময় লাগে।” ফারিয়া জানিয়েছেন, একাধিক নতুন গান ইতোমধ্যেই প্রস্তুত, যেগুলোতে কাজ করেছেন ফুয়াদ আলমুক্তাদির, সানজয়সহ আরও কিছু নামকরা মিউজিক ডিরেক্টরের সঙ্গে। পাশাপাশি তিনি নিজের পছন্দের শিল্পীদের সঙ্গেও ভবিষ্যতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। সংগীতের পাশাপাশি আবারও বড় পর্দায় ফিরছেন ফারিয়া। তার ভাষায়, “এই মাসের শেষেই নতুন ছবির শুটিং শুরু করছি। খুব শিগগিরই অফিসিয়াল ঘোষণা আসবে।” বাংলাদেশ ও কলকাতা—দুই জায়গাতেই কাজ করা এই তারকা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে ভিসা জটিলতা ও ভ্রমণ সীমাবদ্ধতার কারণে টলিউড প্রজেক্টে অংশ নিতে পারেননি, তবে সুযোগ পেলে আবারও সেখানে কাজ করতে চান। গত মাসে কানা...

জনপ্রিয় দুই বাংলাদেশি তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিনকে এবার নাকি একসাথে দেখা যেতে পারে বড়পর্দায়!

Image
আলোচনায় রয়েছে তারা কাজ করতে যাচ্ছেন ভারতীয় নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ছবিতে। গত শুক্রবার কলকাতায় কোয়েল মল্লিক আয়োজিত “স্বার্থপর” ছবির বিশেষ প্রদর্শনীতে হঠাৎ মুখোমুখি হন চঞ্চল ও ফারিন। অনুষ্ঠানে চঞ্চল জানান এক মজার কাকতালীয় ঘটনার কথা— “আমরা কেউই জানতাম না যে দুজনেই কলকাতায় এসেছি। আমি এসেছি টনি দা (অনিরুদ্ধ রায় চৌধুরী)-এর সঙ্গে ছবির ব্যাপারে দেখা করতে, আর ফারিনও একই কারণে এসেছে। ঘটনাচক্রে দেখা হয়ে গেল!” চঞ্চল আরও বলেন, “এখনও কিছু চূড়ান্ত নয়, আলোচনা চলছে। তবে সম্ভাবনা আছে—আশা করছি একসাথে কাজ করতে পারব।” ফারিনও বলেন, “আলোচনা চলছে, তবে এখনই কিছু বলা ঠিক হবে না।” উল্লেখ্য, অনিরুদ্ধ রায় চৌধুরী প্রায় এক দশক পর এ বছর “ডিয়ার মা” সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে ফিরেছেন, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন জয়া আহসান। ফলে এবার দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন—চঞ্চল ও ফারিনকে কি সত্যিই দেখা যাবে টনি দার নতুন ছবিতে? *Photo: Collected #চঞ্চলচৌধুরী #তাসনিয়াফারিন #অনিরুদ্ধরায়চৌধুরী #বাংলাচলচ্চিত্র  

জীবন মানে শুধু টিকে থাকা নয়, উদযাপন করাও — পরী মণি

Image
বাংলাদেশি অভিনেত্রী পরী মণি এ বছর নিজের জন্মদিন (২৪ অক্টোবর) উদযাপন করেছেন মালয়েশিয়ায়, ঢাকার গ্ল্যামারাস আয়োজন থেকে অনেক দূরে। ৩৩ বছরে পা রাখা এই তারকা ফেসবুকে লিখেছেন, “জীবন শুধু বেঁচে থাকার নয়—জীবন মানে উদযাপন। আজকের জীবনে আছে আনন্দ, দুঃখ, কষ্ট, ভালোবাসা—সবকিছু মিলেই আমি জীবিত।” 🌸 ১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্ম নেওয়া শামসুননাহার স্মৃতি, যিনি আজ সবার প্রিয় পরী মণি নামে পরিচিত। মাত্র তিন বছর বয়সে মাকে হারিয়ে নানাবাড়ি পিরোজপুরে বড় হয়েছেন তিনি। টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমেই শুরু হয় তার শিল্পযাত্রা, আর ২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে। ‘ভালোবাসা সীমাহীন’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ও ‘মা’— এসব ছবিতে অভিনয় করে পরী মণি প্রমাণ করেছেন, তিনি শুধু গ্ল্যামার নয়, আবেগেও পারদর্শী। ২০২২ সালে মাতৃত্ব তার জীবনের এক নতুন অধ্যায় খুলে দেয়। এখন প্রায়ই তাকে দেখা যায় সন্তানদের সঙ্গে সময় কাটাতে—যাদের তিনি নিজের “সবচেয়ে বড় আনন্দ” বলে ডাকেন। সমালোচনা, আইনি ঝড় কিংবা ভুয়া মৃত্যুর গুজব— কিছুই তাকে দমাতে পারেনি। সম্প্রতি ফেসবুক লাইভে হাসিমুখে বলেছেন, “আমি আত্মহত্যা করব না, কারণ আমি সুখী—আমার সন্তান,...

সাবিলা নূর এখন ‘বনলতা এক্সপ্রেস’-এর যাত্রী, ‘রাক্ষস’-এ আসছে নতুন মুখ

Image
শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’-এ অভিনয়ের পর থেকেই ঢালিউডে সবচেয়ে আলোচিত মুখদের একটিতে পরিণত হয়েছেন সাবিলা নূর। ভক্তরা যখন তার পরবর্তী বড় পর্দার কাজের অপেক্ষায়, তখন জানা যায় তিনি মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তবে সেই সময়ই খবর আসে, সাবিলা যোগ দিয়েছেন তানিম নূর পরিচালিত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর দলে। দু’টি সিনেমার শুটিং সময় প্রায় কাছাকাছি হওয়ায় গুঞ্জন ওঠে—তিনি হয়তো একসঙ্গে দুটো প্রজেক্টেই কাজ করবেন। কিন্তু শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে, সাবিলা ‘রাক্ষস’ থেকে সরে দাঁড়িয়েছেন। সূত্র জানায়, ডিসেম্বরেই শুরু হচ্ছে ‘রাক্ষস’-এর শুটিং, যেখানে নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ। একই মাসে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’-এর কাজও—যেখানে সাবিলার সঙ্গে অভিনয় করবেন মশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজ। শিডিউলের সংঘাতের কারণে সাবিলা শেষ পর্যন্ত ‘রাক্ষস’ না করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সিদ্ধান্ত প্রসঙ্গে সাবিলা বলেন, “তানিম ভাইয়ের সঙ্গে ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে অনেক আগে থেকেই আলোচনা চলছিল। এদিকে ‘রাক্ষস’-এর কথাবার্তাও এগোচ্ছিল। কিন্তু দুই সিনেমার শুটিং একসঙ্গে হওয়ায় আ...

বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অবশেষে প্রকাশ করলেন তাদের কন্যা দুয়ার মুখ

Image
দীপাবলির উৎসবকে ঘিরে ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে প্রথমবারের মতো দয়ার কিছু মনোমুগ্ধকর মুহূর্ত শেয়ার করেছেন তারা। ছবিগুলোতে দেখা গেছে, রণবীর সাদা রঙের কুর্তা ও মানানসই কোটে অনন্য রূপে হাজির হয়েছেন, গলায় অলঙ্কার পরিহিত। অন্যদিকে দীপিকা লাল রঙের ঐতিহ্যবাহী পোশাকে নজর কেড়েছেন সবার, সঙ্গে ছিল স্টেটমেন্ট জুয়েলারি। তবে পুরো আয়োজনের আসল আকর্ষণ ছিলেন ছোট্ট দয়া—মায়ের সঙ্গে মিল রেখে লাল পোশাকে সেজেছিলেন তিনি, আর হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে যেন ছড়িয়ে দিচ্ছিলেন দীপাবলির আলোর উচ্ছ্বাস। এক ছবিতে দেখা যায়, দীপিকা দয়াকে কোলে নিয়ে আছেন, আর রণবীর স্নেহভরে তাদের দুজনকে আলিঙ্গন করছেন। অন্য একটি ফ্রেমে দীপিকা ও দয়া একসঙ্গে পূজা করতে দেখা যায়—যা মুহূর্তেই ছুঁয়ে যায় ভক্তদের মন। ছবিগুলো প্রকাশের পর থেকেই বলিউড তারকা ও অনুরাগীদের মন্তব্যে ভরে যায় পোস্টের কমেন্ট বক্স। হানসিকা মোটওয়ানি লিখেছেন, “খুবই কিউট!”, রাজকুমার রাও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “ঈশ্বর আশীর্বাদ করুন তোমাদের,” আর অনন্যা পান্ডে লিখেছেন, “ও মাই গড!” উল্লেখ্য, দীপিকা ও রণবীর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ...

অভিনেতা বাপ্পারাজ ও প্রার্থনা ফারদিন দিঘী এবার প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন

Image
অভিনেতা বাপ্পারাজ ও প্রার্থনা ফারদিন দিঘী এবার প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন মেহেদী হাসান হৃদয়ের নতুন চলচ্চিত্র ‘বিদায়’ -এ। ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে ঈদুল ফিতরে আলোচনায় আসা এই নির্মাতা সম্প্রতি সুনামগঞ্জের তাহেরপুরে শুরু করেছেন তাঁর নতুন ছবির শুটিং। দীর্ঘদিন ধরেই গোপন রাখা হয়েছিল এই প্রকল্পের নাম ও অভিনয়শিল্পীদের পরিচয়। প্রথমে গুঞ্জন উঠেছিল, মেহেদী হাসানের পরবর্তী ছবিতেও নাকি থাকছেন শাকিব খান। পরে খবর আসে, ছবির নায়ক হবেন সিয়াম আহমেদ। তবে প্রযোজক শহরিন আখতার জানিয়েছেন, সিয়ামকে নিয়ে পরিকল্পিত ‘বরবাদ’-এর সিক্যুয়েলটি আপাতত স্থগিত রাখা হয়েছে। বর্তমানে তাঁদের পুরো মনোযোগ ‘বিদায়’-এ। তিনি বলেন, “এখন আমরা ‘বিদায়’ নিয়ে কাজ করছি। এতে বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দিঘীসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী অভিনয় করছেন।” গত শুক্রবার থেকে সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হয়। সোমবার ইউনিটে যোগ দেন বাপ্পারাজ। ছবিতে তিনি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করছেন— যা তাঁর দীর্ঘ বিরতির পর বড়পর্দায় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রকল্পটি নিয়ে মন্তব্য জানতে চাইলে বাপ্পারাজ বলেন, “প্রযোজনা সংস্থার অনুরোধে আমরা ...

জয়া আহসানের খোলামেলা স্বীকারোক্তি: “আমার স্বপ্নের চরিত্র এখনও আসেনি”

Image
বাংলাদেশ ও ভারতের দুই ইন্ডাস্ট্রিতেই নিজের অনবদ্য অভিনয় দক্ষতায় দর্শক-সমালোচকদের মুগ্ধ করেছেন জয়া আহসান। বহু ফিল্মফেয়ার পুরস্কারজয়ী এই অভিনেত্রী সম্প্রতি এক পডকাস্টে নিজের শিল্পযাত্রা, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে খোলামেলা কথা বলেছেন। জয়ার ভাষায় — “বাংলাদেশে এক সময় এমন একটা পর্যায়ে পৌঁছেছিলাম, যখন আমি যে ধরনের চরিত্র চেয়েছিলাম, তা পাচ্ছিলাম না। কিন্তু অভিনয় আমার জীবনের শ্বাস, তাই থেমে থাকা সম্ভব ছিল না। সেই কারণেই কলকাতায় কাজ শুরু করি — আর ওখানেই নতুন দিগন্ত খুলে যায়।” টলিউডের অভিজ্ঞতা নিয়ে জয়া বলেন, “আমি বাইরের একজন হয়েও ওখানকার নির্মাতারা আমাকে গভীর চরিত্রে বিশ্বাস করেছেন। সেই বিশ্বাসই আমাকে আরও শিল্পী করে তুলেছে।” বাংলাদেশি সিনেমার পরিবর্তন নিয়েও আশাবাদী জয়া আহসান। তাঁর মতে, “আগে নারী-কেন্দ্রিক গল্পে ঝুঁকি নিতে ভয় পেতেন অনেকে। এখন নতুন প্রজন্মের নির্মাতারা সাহসী ও সৃজনশীল চিন্তা নিয়ে আসছেন। আমি মনে করি, আমাদের সিনেমা একটা নতুন জাগরণের দ্বারপ্রান্তে।” নিজের পথচলার প্রতিফলনে জয়া আরও যোগ করেন, “আমি এখনো মনে করি, আমার সেরা কাজটা আমি করতে পারিনি। সেই স্বপ্নের চরিত্র এখনও আমার জন্য...

‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিমের বিয়ে- পাত্র রহস্যে ঘেরা

Image
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে খ্যাতি পাওয়া জায়রা ওয়াসিম বিয়ের পিঁড়িতে বসেছেন। মাত্র ২৪ বছর বয়সে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই সাবেক তারকা, যিনি ধর্মীয় কারণে বহু আগেই গ্ল্যামার জগত থেকে বিদায় নিয়েছিলেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে নিজের বিয়ের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন জায়রা। ক্যাপশনে তিনি লেখেন মাত্র একটি শব্দ— “কবুল” । ছবিগুলোর একটিতে দেখা যায়, কাবিননামায় স্বাক্ষর করছেন তিনি, মেহেদি রাঙা হাতে ঝলমল করছে হীরার আংটি। অন্য ছবিতে বিয়ের সাজে পাত্রের সঙ্গে পূর্ণিমার আলোয় তাকিয়ে আছেন জায়রা। তবে পাত্রের নাম, পেশা বা মুখের পরিচয় কিছুই প্রকাশ করেননি তিনি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘দঙ্গল’-এর এই অভিনেত্রী এখন সম্পূর্ণভাবে পর্দার আড়ালে থাকতে পছন্দ করেন। ২০১৬ সালে আমির খান অভিনীত ‘দঙ্গল’-এ কুস্তিগীর কন্যার ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন জায়রা। পরে আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করলেও ২০১৯ সালে মাত্র ১৮ বছর বয়সে ইসলামী অনুপ্রেরণায় অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ান তিনি। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে জায়রা জানান, অভিনয় তাঁকে খ্যাতি...

ঢাকায় আয়োজিত আয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা

Image
আজ বাংলাদেশের রক সংগীতের কিংবদন্তি আয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেও, তাঁর গান ও স্মৃতির আলো আজও অগণিত ভক্তের হৃদয়ে জ্বলজ্বল করছে। এই প্রিয় শিল্পীকে স্মরণ করে আজ সন্ধ্যায় রাজধানীর মগবাজারের সেলিব্রেশন কমিউনিটি পয়েন্টে আয়োজিত হয়েছে এক স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল। অনুষ্ঠানটির আয়োজন করেছে চট্টগ্রাম মিউজিশিয়ান্স ক্লাব, ঢাকা; আয়ুব বাচ্চু ফাউন্ডেশন এবং বন্ধুমহল যৌথভাবে। আয়ুব বাচ্চু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদের মতে, অক্টোবরের ১৭ তারিখ থেকেই বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনের শেষ পর্ব হবে অক্টোবর ২০ তারিখে চট্টগ্রামে, যেখানে স্থানীয় সংগীতশিল্পীরা এই মহান শিল্পীকে শ্রদ্ধা জানাবেন। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত, যিনি আয়ুব বাচ্চুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, স্মৃতিচারণ করে বলেন— “গিটার হাতে এমন শিল্পী খুব কমই এসেছে।” সাত বছর পেরিয়েও আয়ুব বাচ্চুর প্রভাব এখনো বাংলা রক সংগীতের প্রতিটি সুরে বাজে। তাঁর কণ্ঠ, গিটার সলো এবং জীবনদর্শন আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে— প্রমাণ করে দ...

ChatGPT said: চঞ্চল চৌধুরী এবার শুরু করেছেন তাঁর নতুন টলিউড চলচ্চিত্র ‘শেকর’-এর শুটিং

Image
ব্রাত্য বসু পরিচালিত এই ছবির কাজ সম্প্রতি কলকাতার বীরভূমে শুরু হয়েছে, যেখানে সোমবার থেকে যোগ দিয়েছেন চঞ্চল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প — ‘দ্রব্ময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ — অবলম্বনে নির্মিত হচ্ছে ‘শেকর’ । ছবিটি মূলত দুই গ্রামীণ বয়স্ক নারী-পুরুষের জীবনকে কেন্দ্র করে আবর্তিত। প্রবীণ চরিত্রে অভিনয় করছেন লোকনাথ দে ও সীमा বিশ্বাস। তাঁদের পুত্রের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে, আর তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন পৌলমী বসু। চঞ্চল জানান, গল্পের পিতা-পুত্র সম্পর্ক তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে— “আমার চরিত্রের বাবা ডিমেনশিয়ায় ভুগছেন, কিছুক্ষণ পরই সব ভুলে যান। আমার নিজের বাবারও জীবনের শেষ দিকে একই সমস্যা ছিল। তাই এই চরিত্র আমার কাছে ভীষণ ব্যক্তিগত।” ব্রাত্য বসুর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও তিনি বলেন, “ব্রাত্যদার সঙ্গে কাজ করা মানেই একধরনের প্রশান্তি। তাঁর গল্প বলার ধরন আমাকে টেনে আনে।” বীরভূমে শুটিং প্রসঙ্গে চঞ্চল জানান, “গ্রাম মানেই আমার শেকড়। আমি এখন ঢাকায় থাকলেও, অন্তরে আমি এখনো গ্রামের ছেলে। সিনেমার শুটিংয়ের সময় যখন সাইকেলে করে কাঁচা পথে যাই, তখন নিজের অতীতের অনেক স্মৃতি ফি...

রেডওয়ান রনির নতুন ছবি ‘ডম’ নিয়ে জল্পনা আরও বেড়েছে—এবার আলোচনার কেন্দ্রে অভিনেত্রী পূজা চেরি

Image
  এখনও নির্মাতা বা অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, চ্যানেল আই জানিয়েছে যে পূজাকে ইতিমধ্যেই ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, এমনকি তিনি নাকি চুক্তিতেও সই করেছেন। যদি খবরটি সত্য হয়, তবে এটি হবে পূজা চেরির ক্যারিয়ারের অন্যতম বড় প্রকল্প, যেখানে তিনি প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করবেন। ‘ডম’ একটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি সারভাইভাল ড্রামা , যার যৌথ প্রযোজনায় আছে এসভিএফ , আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকি । ছবিটির শুটিং শুরু হবে চলতি মাসের শেষের দিকে কাজাখস্তানে , আর মুক্তির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ইদুল ফিতর ২০২৬ । দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন নির্মাতা রেডওয়ান রনি । তিনি আগেই বলেছেন, “ ‘ডম’ হলো এক সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি টিকে থাকার গল্প—মানবিক প্রবৃত্তি ও সহনশীলতার লড়াই। ” অপরদিকে আফরান নিশো একে বলেছেন “চ্যালেঞ্জিং কিন্তু অনুপ্রেরণাদায়ক,” আর চঞ্চল চৌধুরী মন্তব্য করেছেন, “ চিত্রনাট্যটা অসাধারণ, যা দর্শকদের অবাক করবে। ” যদি গুঞ্জন সত্যি হয়, তবে ‘ডম’ একত্রে আনবে বাংলাদেশের তিন শীর্ষ তারকাকে—যা নিঃসন্দেহে ২০২৬ সালের সবচেয়ে প্রত্যাশিত ...

বাংলাদেশে সংগীতজগতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো দেশের প্রথম সম্পূর্ণ এআই-নির্ভর সিনেমাটিক মিউজিক

Image
বাংলাদেশে সংগীতজগতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো দেশের প্রথম সম্পূর্ণ এআই-নির্ভর সিনেমাটিক মিউজিক ভিডিওর মাধ্যমে। গানটির নাম ‘নিঝুম রাত’ , গেয়েছেন সংগীতশিল্পী সুসান আফজাল । গানটির কথা ও সুরও করেছেন তিনি নিজেই, আর সঙ্গীতায়োজন করেছেন নোমন । এই প্রকল্পের বিশেষত্ব হলো এর ভিজ্যুয়াল উপস্থাপনা—ভিডিওটির প্রতিটি ফ্রেম তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে। তবুও শিল্পীদের বাস্তব চেহারার আদল বজায় রাখা হয়েছে নিখুঁতভাবে। সম্প্রতি গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে এবং স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মেও দেখা যাচ্ছে। গানটি নিয়ে সুসান আফজাল বলেন, “ ‘নিঝুম রাত’ ভিডিওটি সম্পূর্ণভাবে এআই দিয়ে তৈরি। আমাদের বাস্তব ছবিগুলোর ওপর ভিত্তি করে ভিজ্যুয়ালগুলো নির্মাণ করা হয়েছে এবং পরে সম্পাদনার মাধ্যমে নিখুঁত রূপ দেওয়া হয়েছে। এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এআই-নির্ভর মিউজিক ভিডিও যুগে প্রবেশ করল। এটি আমাদের জন্য গর্বের, এবং আমি আশাবাদী দর্শকরা এই প্রচেষ্টাকে ভালোভাবে গ্রহণ করবেন।” সঙ্গীত পরিচালক নোমন যোগ করেন, “গানটি মেলোডি ঘরানার। আমরা এর সঙ্গে মানানসই গথ...

ChatGPT said: অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন প্রযোজনায় নামছেন।

Image
টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মে সাফল্যের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ২০২৩ সালে টলিউডে "আরো এক পৃথিবী" চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয় করেন ফারিণ। আর চলতি বছরের ঈদুল আজহায় ঢালিউডে অভিষেক হয় তার "ইনসাফ" সিনেমার মাধ্যমে। এবার তিনি একেবারে নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন—প্রযোজক হিসেবে। গত শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ফারিণ একটি পোস্ট দেন, যেখানে তিনি অনুসারীদের অনুরোধ করেন তার নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য নাম প্রস্তাব করতে। পোস্টের মন্তব্যে ভক্তরা নানা সৃজনশীল নামের প্রস্তাবও দিয়েছেন। পরে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ফারিণ নিশ্চিত করেন, খুব শিগগিরই তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছেন। তিনি বলেন, “আমি নিজের মতো করে কাজ তৈরি করতে চাই। তাই ভাবছি নিজের একটি প্রোডাকশন হাউস শুরু করার—যেখানে আমার ভাবনাগুলো পর্দায় তুলে ধরতে পারব।” ফারিণ জানান, বছরের শেষ দিকে তার প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে একটি সংগীত ভিডিওর মাধ্যমে, যেখানে তিনি নিজেই গান গেয়েছেন। গত বছর "ইত্যাদি" ম্যাগাজিন অনুষ্ঠানে তাহসান খানের...

বাংলাদেশি চলচ্চিত্র ‘নিশি’ জিতে নিলো সম্মানজনক ইএমএ অ্যাওয়ার্ডসের পুরস্কার।

Image
গোলাম রাব্বানী ও মোহাম্মদ জহিরুল ইসলাম (কোচি) পরিচালিত এই চলচ্চিত্রটি এর আগে ইতিহাস গড়েছিল—প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্র মনোনয়ন পেয়েছিল পরিবেশবিষয়ক মর্যাদাপূর্ণ Environmental Media Association (EMA) অ্যাওয়ার্ডসে, যার ৩৫ বছরের ইতিহাসে এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। এবার সেই মনোনয়নকে সার্থক করে ‘নিশি’ জয় করেছে IAFM – ইকো ফিল্ম ল্যাব রেসিডেন্সি বিভাগে পুরস্কার। খুশির খবরটি জানিয়ে নির্মাতা গোলাম রাব্বানী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এটা সত্যিই আনন্দের সংবাদ। আমাদের চলচ্চিত্র ‘নিশি’ ৩৫তম ইএমএ অ্যাওয়ার্ডসে পুরস্কার পেয়েছে। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমা এ সম্মান অর্জন করেছে—এটি বাংলা সিনেমার ইতিহাসে এক গৌরবের অধ্যায়।” তিনি আরও যোগ করেন, “আমার প্রযোজক বিবেশ রায় ও নাটালিয়া পোসনিককে আন্তরিক ধন্যবাদ—তাদের ছাড়া এই চলচ্চিত্রটি এত সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। আর আমাদের সাউন্ড ডিজাইনার থোই শাই চোলেন চিল ধরি—তোমাকে ভালোবাসা। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও প্রকৃতি ও জীবনের গল্প বলার প্রেরণা দেবে।” ইউরোপীয় ইউনিয়ন ইন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেস্কো ঢাকা’...

ছেলে জয়কে সঙ্গে নিয়ে অপু বিশ্বাসের জন্মদিন উদযাপন

Image
জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ শনিবার (১১ অক্টোবর)। ঢালিউডের এই প্রিয় মুখ আজ ৩৭ বছরে পা রাখলেন। শতাধিক সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী জন্মদিনের সূচনা করেছেন সবচেয়ে প্রিয় মানুষ—ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে। জন্মদিনের আনন্দঘন মুহূর্তটি অপু বিশ্বাস নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, বেগুনি রঙের কেকের সামনে বসে আছেন অপু ও জয়। ছোট্ট জয় মায়ের দিকে তাকিয়ে ভালোবাসায় ভরা কণ্ঠে বলে ওঠে, “মম, হ্যাপি বার্থডে!” এরপর মা-ছেলে মিলে কেক কাটার আয়োজন শুরু করেন। ভিডিওতে ধরা পড়ে মা-ছেলের সুন্দর সম্পর্কের মিষ্টি মুহূর্তগুলোও। দেখা যায়, কেকের ওপর থাকা মোমবাতি নিভাতে গিয়ে জয় বারবার চেষ্টা করেও পারছিল না। শেষে অপু হেসে নিজেই ফু দিয়ে মোমবাতি নিভিয়ে বলেন, “চলো, এবার কেক কাটি।” এরপর দুজন একে অপরকে কেক খাইয়ে উদযাপন করেন আনন্দময় মুহূর্তটি। ভিডিওটি প্রকাশ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত অপু বিশ্বাসকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন। প্রসঙ্গত, অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস । তিনি ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগ...

তাসভির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী ছবি ‘দেশলাই’

Image
বাংলাদেশ ও ভারতের তরুণ প্রজন্মের বর্তমান বাস্তবতা এবং ইন্টারনেটের ক্রমবর্ধমান প্রভাবকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘দেশলাই’ । এটি প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব তাসভির ফিল্ম ফেস্টিভ্যাল -এ। বিশেষ গুরুত্বের সঙ্গে জানানো হয়েছে, এবারের উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘দেশলাই’, যা প্রদর্শিত হবে ১২ অক্টোবর । ছবিটির কাহিনি ঘিরে আছে তরুণ টিকটকার জেওয়েল কে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতনামা নির্মাতা কোয়াশিক মুখার্জি (কিউ) , যিনি ‘গান্ডু’ ছবির জন্য বিশেষভাবে পরিচিত। জেওয়েলের স্বপ্ন একদিন বড় তারকা হওয়া— ইতিমধ্যেই তার ১৫ হাজার অনুসারী রয়েছে টিকটকে। ভাই জীবন কে নিয়ে সে দিনমজুরের কাজ করে, আর ভবিষ্যতে কাতারে একটি ইনফ্লুয়েন্সার কোম্পানিতে যোগ দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু জীবন মাদক চোরাচালানে জড়িয়ে পড়লে জেওয়েলের জীবন হঠাৎ ভেঙে পড়ে। জীবনের মোড় ঘুরে যায় যখন সে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে— যেখানে অপেক্ষা করছে আরও মর্মান্তিক পরিণতি। নির্মাতা কিউ জানিয়েছেন, ছবিটির শুটিং শুরু হয়েছি...

🔥 শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’ নিয়ে উত্তেজনায় ভরপুর দেশজুড়ে! 🎬

Image
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ও শাকিব ফাহাদ পরিচালিত এই ছবিতে শাকিব খানকে দেখা যাবে একেবারে নতুন রূপে—সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে, যিনি নিজের জায়গা থেকে দেশ ও মানুষের জন্য লড়াই করেন। 🇧🇩 “সোলজার” শুধু যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়, এটি বাংলাদেশের সাহসী নতুন প্রজন্মের কণ্ঠস্বর—যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, নিজেদের অধিকারের জন্য লড়ে, আর আশায় বিশ্বাস রাখে। 🌟 শাকিব খান নিজেই বলেছেন, “এই সিনেমা দর্শকদের ভাবাবে, অনুপ্রাণিত করবে, আর নিজের ভেতরের ‘সোলজার’-কে খুঁজে বের করতে সাহায্য করবে।” 💬 #ShakibKhan #SoldierTheFilm #BangladeshiCinema #SunMusicMotionPictures

পরীমণি-শেখ সাদী: প্রেমের গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী

Image
চলতি বছরের জানুয়ারির শেষের দিকে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি কে ঘিরে নতুন করে শুরু হয় আলোচনার ঝড়। একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বিষয়টি ব্যাপক চর্চার জন্ম দেয়। এর ঠিক আগে একটি প্রসাধনী দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি জনতার ভিড়ে বিপাকে পড়েন, যা নিয়েও সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। পরবর্তীতে, ২৭ জানুয়ারি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তিনি জামিন পান। সে সময় আদালত প্রাঙ্গণে তার পাশে দেখা যায় তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে । এরপর থেকেই শুরু হয় নানা জল্পনা—তাদের মধ্যে কি প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে? আরও আলোচনার জন্ম দেয় এই খবর যে, শেখ সাদী নাকি পরীমণির জামিনদার হিসেবেও ছিলেন। এই ঘটনা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়মিত যোগাযোগ অনেকের চোখে সন্দেহ তৈরি করে। যদিও তারা দু’জনই বিষয়টি নিয়ে নীরব থেকেছেন এবং সরাসরি কোনো মন্তব্য করেননি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত হলে সঞ্চালক রুম্মান রশীদ খান সরাসরি প্রশ্ন করেন—“শেখ সাদী কি তোমার প্রেমিক?” প্রশ্ন শুনে পরীমণি হেসে বলেন, “ও আমার ছোট ভাইয়ের মতো, ও আমার ছোট ভাই।” এর আগে এক সা...

নুহাশ হুমায়ূনের অ্যান্থলজি ‘ওয়াক্ত’ এবার যাচ্ছে এসএক্সএসডব্লিউ সিডনি উৎসবে।

Image
দক্ষিণ এশিয়ার তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম আলোচিত নাম নুহাশ হুমায়ূন এবার পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ সাউথ বাই সাউথওয়েস্ট (SXSW) সিডনি ফেস্টিভ্যালে। চর্চিত অ্যান্থলজি সিরিজ ‘দুই শ’-এর দ্বিতীয় মৌসুমের একটি পর্ব ‘ওয়াক্ত’ নির্বাচিত হয়েছে উৎসবটির ইপিসোডিক বিভাগে। উৎসবটি শুরু হবে আগামী ১৩ অক্টোবর। গত ডিসেম্বর চর্কিতে মুক্তি পাওয়া এই পর্বটি সহলেখক গুলতেকিন খান ও নুহাশ হুমায়ূনের যৌথ রচনায় নির্মিত। পাঁচ বন্ধুর পাপ ও সেই পাপের প্রতিফলন হিসেবে তাদের জীবনে ঘটে যাওয়া রহস্যময় ঘটনার গল্পই বলা হয়েছে এতে। অভিনয়ে আছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান, আব্দুল্লাহ আল সেন্তু, রফায়েতুল্লাহ সোহন, সাইকাত, সাহানা সুমি ও ইয়াশরিব হাবিব। নুহাশ প্রথম আলোকে বলেন, “এই কাজটি একসঙ্গে উৎসব কিউরেটর ও স্থানীয় দর্শকদের কাছ থেকে সমান প্রশংসা পেয়েছে—যা খুবই বিরল। সাধারণত কোনো কাজ হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়, নয়তো দর্শকপ্রিয় হয়। কিন্তু ‘ওয়াক্ত’ দুটোই অর্জন করেছে।” ‘ওয়াক্ত’-এর পাশাপাশি ‘দুই শ’ অ্যান্থলজিতে আরও তিনটি গল্প রয়েছে—‘ভাগ্য ভালো’, ‘বেসুরা’ ও ‘অন্তরা’। এই প্রজেক্টের মাধ্যমে কবি গুলতেকিন খানের চিত...

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’—অনিদ্রার যন্ত্রণা ও নিদ্রাহীন জীবনের গল্প।

Image
চলচ্চিত্র নির্মাতা সোহেল রানা বয়াতি, যিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে, গত বছরের শেষ দিকে মুক্তি দেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নয়া মানুষ’। নদী তীরবর্তী মানুষের জীবন, তাদের সংগ্রাম ও জীবনের অনিশ্চয়তা সেই ছবিতে ফুটে উঠেছিল গভীরভাবে। এবার আবারও তিনি ফিরেছেন স্বল্পদৈর্ঘ্য ফরম্যাটে, নতুন চলচ্চিত্র ‘নিদ্রাসুর’ নিয়ে, যার ইংরেজি নাম ‘Sweet Sleep’। জাহাঙ্গীর হোসেন আপন-এর গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে উঠে এসেছে মানুষের চিরন্তন এক লড়াই—শান্ত ঘুমের খোঁজ। আমরা অনেকেই নানা চিন্তা, মানসিক চাপ ও জীবনের জটিলতায় ঘুম হারিয়ে ফেলি। সেই অনিদ্রা ধীরে ধীরে রূপ নেয় মানসিক ও শারীরিক যন্ত্রণায়। ‘নিদ্রাসুর’ এমনই এক নিদ্রাহীন মানুষের জীবনের গল্প বলে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ওমর মালিক, রুনা খান, মো. ইকবাল হোসেন, সঞ্চিতা দত্ত, আশিক সরকার এবং কাকন চৌধুরী। নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “আমার আসল লক্ষ্যই সিনেমা নির্মাণ। স্বল্পদৈর্ঘ্য দিয়েই শুরু হয়েছিল আমার পথচলা। অনেকদিন পর আবার একটি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। ফিচার ফিল্মের পাশাপাশি মানুষের গল্প নিয়েই...

আলোর মঞ্চে ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছেন নওবা তাহিয়া হোসেন

Image
ছোটবেলায় বৃহস্পতিবারে শিশুকল্যাণ একাডেমিতে কবিতা আবৃত্তি আর সঞ্চালনার পাঠ দিয়ে শুরু হয়েছিল তাঁর যাত্রা। তারপর শিশুদের অনুষ্ঠান, নাটক, সঞ্চালনা—সবই যেন একে একে এসে মিলে গেল অভিনয়ে। ‘চুপিচুপি’ নাটকের সাফল্য তাঁকে এনে দিল কোটি দর্শকের ভালোবাসা। আর ওটিটি প্ল্যাটফর্মে ‘পুনর্মিলনে’ কিংবা ওয়েব ফিল্ম ‘নয়া নোট’ -এ তাঁর সাবলীল অভিনয় প্রমাণ করেছে, তিনি বাড়তি কিছু না করেও চরিত্রকে বাস্তব করে তুলতে জানেন। শুটিং আর পড়াশোনার মাঝে ভারসাম্য নয়, বরং মনোযোগী থাকা—এই সহজ দর্শনেই এগোচ্ছেন তিনি। নওবার কথায়, “যখন পড়ি, তখন শুধু পড়ি। যখন কাজ করি, তখন শুধু কাজ করি।” সহঅভিনেতা পার্থো শেখের সঙ্গে জুটি হয়ে দর্শকের ভালোবাসা পেয়েছেন বারবার। তবে ব্যক্তিগত জীবনে তিনি পেশাদারিত্বকেই প্রাধান্য দেন। বড় পর্দায় যেতে তাড়া নেই তাঁর, স্বপ্ন আছে আগে ছোট পর্দায় পূর্ণতা আনার। শৈশবের অনুপ্রেরণা থেকে আজকের ট্রেন্ডিং তারকা হয়ে ওঠা—নওবা তাহিয়া প্রমাণ করেছেন, খ্যাতি ধাওয়া করে পাওয়া যায় না, সত্যিকারের কাজই সেটিকে কাছে আনে। ** Photo: Sheikh Mehedi Morshed #NawbaTahiya #GenZStar #BangladeshiDrama #OTTActress  

ট্রলের বিরুদ্ধে মুখ খুললেন কেয়া পায়েল

Image
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল সাধারণত অভিনয় কাজ নিয়েই আলোচনায় থাকেন। তবে এবার ভিন্ন কারণে তিনি এসেছেন আলোচনায়। ছোট ভাইয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করায় ট্রলের শিকার হতে হয়েছে তাকে। গত ২৭ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছোট ভাই আরিয়ান আদভান (দ্বীপ)-এর জন্মদিন উপলক্ষে কয়েকটি ছবি শেয়ার করেন কেয়া। এর মধ্যে একটি ছবিতে ভাইকে আদুরে চুমু দিতে দেখা যায় অভিনেত্রীকে। আর সেই ছবিকে কেন্দ্র করেই নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েন তিনি। তবে চুপ না থেকে কেয়া পায়েল সরাসরি জবাব দিয়েছেন ট্রলকারীদের। মন্তব্যে তিনি লিখেছেন— “কোনো কিছু না জেনে বিচার করবেন না। সে আমার ছোট ভাই। আমরা তিন ভাই-বোন, আমার পৃথিবী ওরা।” সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে তিনি আরও জানান, পরিবারই তার সবকিছু। তিন ভাইবোনের মধ্যে তিনি বড়, ছোট ভাই কলেজে পড়ে এবং তাদের ছোট বোনের বয়স মাত্র ছয় বছর। তাই জন্মদিনে যত ব্যস্ততাই থাকুক না কেন, দিনটা বিশেষভাবে কাটানোর চেষ্টা করেন তিনি। অভিনেত্রীর মতে, পরিবারের সঙ্গে ঘোরাঘুরির মুহূর্তগুলো তিনি প্রায়ই ফেসবুকে শেয়ার করেন। এবারও তা-ই করেছিলেন। কিন্তু ভাইকে শুভেচ্ছা জ...

অভিনেতা শাহরুখ খানের ভক্তদের জন্য এ যেন এক দারুণ খবর

Image
দীর্ঘ ১৭ বছর পর আবারও ফিল্মফেয়ার পুরস্কার মঞ্চে সঞ্চালকের আসনে ফিরছেন বলিউডের এই কিংবদন্তি তারকা। ২০০৮ সালে সর্বশেষ ফিল্মফেয়ার উপস্থাপনা করেছিলেন তিনি। এ বছর ৭০তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫–এ মঞ্চ মাতাবেন শাহরুখ খান, সঙ্গে থাকবেন মানীশ পল এবং করণ জোহর। সংগঠকরা গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। ফিল্মফেয়ারের অফিসিয়াল ইনস্টাগ্রামে লেখা হয়, “দ্য সুপারস্টার, দ্য আইকন, দ্য এনিগমা—সবাই প্রস্তুত হোন, কারণ আসছেন এক এবং অদ্বিতীয় শাহরুখ খান।” অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর আহমেদাবাদের ইকা অ্যারেনায়। শাহরুখ এর আগে একাধিকবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেছেন। বিশেষ করে ২০০৩ ও ২০০৪ সালে সাইফ আলি খানের সঙ্গে তাঁর জুটি দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় হয়েছিল। পরবর্তীতে করণ জোহরের সঙ্গে ২০০৭ সালে এবং ২০০৮ সালে সাইফ, করণ ও বিদ্যা বালনের সঙ্গে একসঙ্গে উপস্থাপনা করেন তিনি। সেই বছরই ছিল তাঁর শেষ পূর্ণাঙ্গ সঞ্চালনার অভিজ্ঞতা। এরপর মাঝে মাঝে অতিথি উপস্থাপক হিসেবে মঞ্চে দেখা গেলেও মূল সঞ্চালনায় আর ছিলেন না। এবারের আয়োজন আরও বিশেষ কারণ এটি প্রথমবারের মতো গুজরাটে অ...