জোভান ও কেয়া আক্তার পায়েল অভিনীত নতুন সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা ‘টাকা’
জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ফারহান আহমেদ জোভান ও কেয়া আক্তার পায়েল অভিনীত নতুন সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা ‘টাকা’ । টারেক রহমানের রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকটিতে অর্থলোভ, দ্রুত ধনী হওয়ার প্রলোভন এবং নৈতিকতার সঙ্গে মানুষের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে তীক্ষ্ণভাবে তুলে ধরা হয়েছে। পরিচালক টারেক রহমান এক বিবৃতিতে জানান, গল্পটি মূলত টাকার মালিকানা ঘিরে—কে সেটি নেবে, আর কে পিছিয়ে যাবে—এই সংঘাতকে কেন্দ্র করে। কেউ সৎ পথে থাকার চেষ্টা করে, আবার কেউ বা শর্টকাটের মোহে ভুল সিদ্ধান্ত নেয়। থ্রিলার ঘরানার সঙ্গে ডার্ক কমেডির মিশেলে নির্মিত ‘টাকা’ দর্শকদের জন্য দেবে অন্যরকম অভিজ্ঞতা। সামাজিক বাস্তবতা, মানুষের মনস্তত্ত্ব এবং অর্থের প্রতি অন্ধ দৌড়—সবকিছু মিলিয়ে নাটকটি শুধু বিনোদন নয়, সময়ের প্রতিফলনও বটে। *Photo: Collected #TakaDrama #FarhanJovan #BanglaThriller #JagoEntertainment