Posts

Showing posts from December, 2025

আফরান নিশোর আসন্ন সিনেমা ‘ডম’–এর আন্তর্জাতিক শুটিং

Image
কাজাখস্তানের দুর্গম পাহাড়, হিমশীতল আবহাওয়া আর সময়ের সঙ্গে লড়াই—এসবের মধ্য দিয়েই শেষ হয়েছে আফরান নিশোর আসন্ন সিনেমা ‘ডম’ –এর আন্তর্জাতিক শুটিং। অভিনয়ের বাইরেও একজন দায়িত্বশীল নির্মাতা সহযোগীর ভূমিকায় নিজেকে প্রমাণ করলেন তিনি, এমনই জানালেন সম্প্রতি ভক্তদের সঙ্গে এক আড্ডায়। শুটিং শেষে ৬ ডিসেম্বর দেশে ফিরে ৮ ডিসেম্বর নিজের জন্মদিনে ভক্তদের সঙ্গে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন নিশো। পরিচালক রেদোয়ান রনি ও সহশিল্পী পূজা চেরিকে নিয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে উঠে আসে কাজাখস্তানের কঠিন অভিজ্ঞতার কথা। পাহাড়ি একটি দৃশ্যে শুটিং করতে গিয়ে হাতেও চোট পান নিশো, কিন্তু দূরবর্তী লোকেশনে চিকিৎসার সুযোগ না থাকায় কাজ থামাননি এক মুহূর্তের জন্যও। ঝুঁকিপূর্ণ দৃশ্য, আলো না থাকা, প্রতিকূল আবহাওয়া—সবকিছুর মাঝেও শিডিউল ধরে রাখাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিশোর ভাষায়, “একটি শক্ত গল্প মানেই অনেক দায়িত্ব। ‘ডম’-এর মতো গল্প পাওয়া সত্যিই আশীর্বাদের। সিনিয়র হিসেবে জানি, পুরো টিমের গতি আমার উপর নির্ভর করে। তাই কাটা-ছেঁড়া বা চিকিৎসা দেরিতে এল কি না, এসব আমার কাছে গুরুত্ব পায়নি।” তিনি জোর দিয়েই বলেন, এতটা পরিশ্রম কোনো প্রজেক্টে আ...

দীর্ঘ এক বছরের নীরবতার পর অবশেষে আবারও আলোচনায় ফিরছে নিরব হোসেন ও পরীমণি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘গোলাপ’

Image
পরিচালক শামসুল হুদা নিশ্চিত করেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে ছবিটির শুটিং। চলতি বছরের শুরুতে সিনেমাটির ঘোষণা এলেও গল্প ও চিত্রনাট্য নিয়ে জটিলতার কারণে শুটিং শুরু করা সম্ভব হয়নি। পরিচালক জানান, পুরো টিমের সঙ্গে দীর্ঘ আলোচনার পর গল্পকে নতুন করে সাজানো হয়েছে। আগের খসড়ার বাইরে গিয়ে যুক্ত করা হয়েছে নতুন দৃশ্য ও বাড়তি নাটকীয়তা, যাতে দর্শক একটি শক্তিশালী রাজনৈতিক থ্রিলার উপভোগ করতে পারেন। নতুন পরিকল্পনা ও সংশোধিত চিত্রনাট্য নিয়ে ইতোমধ্যে প্রধান দুই শিল্পীর সঙ্গেও কথা হয়েছে বলে জানান শামসুল হুদা। চূড়ান্ত অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে শুটিংয়ের তারিখ ঘোষণা করা হবে। অভিনেতা নিরব হোসেনও জানান, তাড়াহুড়ো না করে ভালো সিনেমা বানাতেই তারা সময় নিয়েছেন। তার কথায়, “গল্পটা আরও পরিণত করা জরুরি ছিল। এখন গল্প চূড়ান্ত, চিত্রনাট্য প্রায় প্রস্তুত। আশা করছি দর্শক একটি ভিন্নধর্মী ও শক্তিশালী সিনেমা পাবে।” গোলপওয়ালা প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত ‘গোলাপ’ একটি রাজনৈতিক থ্রিলারধর্মী সিনেমা, যেখানে অ্যাকশনও গুরুত্বপূর্ণ অংশ। ছোট শহরের রাজনৈতিক টানাপোড়েন ও উত্তেজনাপূর্ণ বাস্তবতা তুলে ধরবে...

বারাণসীতে রাস্তার ধারের চাট খাওয়ার এক মুহূর্ত থেকেই নতুন বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত

Image
 সামাজিক মাধ্যমে নিজেই সেই ছবি–ভিডিও শেয়ার করার পর কিছু নেটিজেন অভিযোগ তোলেন, খাওয়া শেষে তিনি নাকি ময়লা প্লেট রাস্তায় ফেলে দিয়েছেন। বিষয়টিকে ঘিরে শুরু হয় পরিবেশ সচেতনতা নিয়ে কড়া সমালোচনা। অভিযোগের জবাবে কঙ্গনা পাল্টা ব্যাখ্যা দিয়ে বলেন, পুরো ঘটনাটিকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। নিজের শেয়ার করা ছবির স্ক্রিনশট তুলে ধরে তিনি জানান, খাবার খাওয়ার সময় তার একেবারে পাশেই ডাস্টবিন ছিল এবং প্লেটটি সেখানেই ফেলা হয়েছে। অভিনেত্রীর ভাষ্য, “ভিত্তিহীন অভিযোগ করার আগে একটু ভালো করে দেখুন। আমি কখনোই রাস্তা বা শহর নোংরা করি না।” যদিও এই ব্যাখ্যার পরও থামেনি আলোচনা। কেউ মনে করছেন, জনপ্রিয় তারকা হওয়ার কারণেই কঙ্গনাকে বাড়তি সমালোচনার মুখে পড়তে হয়, আবার কারও মতে পুরো বিষয়টাই সোশ্যাল মিডিয়ার অতিরঞ্জন। যা-ই হোক, ঘটনাটি এখনো নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে। #KanganaRanaut #SocialMediaDebate #CleanIndia #CelebrityWatch  

২০২৫: বাংলাদেশি সিনেমার সমালোচকদের প্রিয় সেরা চলচ্চিত্রগুলো

Image
২০২৫ সাল যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশি সিনেমায়। সাহসী গল্প, নতুন ভাষা, আর শৈল্পিক উপস্থাপনায় এ বছরের কয়েকটি চলচ্চিত্র দর্শক ও সমালোচকদের মন জয় করে নিয়েছে। মনস্তাত্ত্বিক ড্রামা থেকে শুরু করে মানবিক বয়ান—সব মিলিয়ে ২০২৫ ছিল আমাদের চলচ্চিত্রের জন্য এক শক্তিশালী বছর। বলি পরিচালনা: ইকবাল হোসেন চৌধুরী বছরের শুরুর দিকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল "বলি"। মনস্তাত্ত্বিক টানাপোড়েন, গভীর চরিত্র-বিকাশ আর সংলগ্ন সিনেমাটোগ্রাফির কারণে ছবিটি দ্রুতই সমালোচকদের নজর কাড়ে। সীমিত প্রদর্শনী থাকা সত্ত্বেও সামাজিক মাধ্যমে এর আলোচনা ছবিটিকে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সৃষ্টি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। উৎসব পরিচালনা: তানিম নূর দীর্ঘদিন টেলিভিশনে কাজের অভিজ্ঞতা নিয়ে বড় পর্দায় প্রথম পদক্ষেপেই তানিম নূর দেখিয়েছেন ভিন্নধর্মী ভাষা। পরিবার, দ্বন্দ্ব আর সম্পর্কের ভিড়ে বোনা গল্পটি আবেগ ও বাস্তবতার সূক্ষ্ম মেলবন্ধন। ধীরগতির হলেও সুসংহত চিত্রনাট্য, অভিনয় আর সুর-নির্ভর নির্মাণ “উৎসব”-কে বছরের অন্যতম পরিণত ছবি করে তুলেছে। অন্যদিন… পরিচালনা: কামার আহমাদ সাইমন কামার আহমাদ সাইমনের প্রতিটি ...

রুবাইয়াত হোসেনের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল নিজের তারকাবহর।

Image
রুবাইয়াত হোসেনের নতুন ছবি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ –এ মুখ্য চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেহরা বিনতে কামালকে। বহু বছর ধরে ছবিটি নিয়ে কাজ করে আসছেন নির্মাতা। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চিত্রনাট্য উপস্থাপন করে পেয়েছেন বৈশ্বিক তহবিলও। অবশেষে ঘোষণা করা হলো অভিনয়শিল্পীদের নাম। তাদের সঙ্গে আরও আছেন জাইনীন করিম চৌধুরী—স্মিথ কলেজ–স্নাতক, যিনি সহকারী পরিচালক হিসেবে কাজের অভিজ্ঞতার পর এবার প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করছেন। ভ্যারাইটিকে দেওয়া এক ঘোষণায় বিষয়টি জানিয়েছেন পরিচালক। ছবির গল্পে দেখা যাবে এক তরুণীকে, যার স্বপ্ন রূপকথার মতো বিয়ে। কিন্তু একই সঙ্গে তিনি লুকিয়ে লড়ছেন এক জটিল রোগের সঙ্গে। ঘরোয়া চিকিৎসা ব্যর্থ হওয়া আর মানসিক চাপে তিনি একদিন বিউটি পারলার ভিজিটের সময় কল্পনায় দেখতে থাকেন এক রহস্যময় লম্বা চুলের মহিলাকে। পারফরম্যান্স নিয়ে রুবাইয়াত হোসেন বলেছেন, “প্রতিটি অভিনেতা অসাধারণ কাজ করেছেন। তাদের আস্থা, উদারতা, শিল্পীসত্তা ও নিবেদন আমাকে সত্যিই কৃতজ্ঞ করেছে।” ২০০৬ সালে স্বল্পদৈর্ঘ্য হিসেবে ভাবা এই গল্পটি তিনি দুই দশক ধরে বয়ে এনেছেন। “অবশেষে দু...

ইধিকা পল এবার ঢালিউডের জনপ্রিয় তারকা সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন নতুন ছবি ‘রাক্ষস’–এ

Image
রায়হান রাফির ‘অন্ধার’ শেষ করার পরই সিয়াম নেমে পড়েছেন এই ছবির প্রস্তুতিতে। বেশ কয়েক সপ্তাহ ধরেই ছবির নায়িকা নিয়ে চলছিল গুঞ্জন—কারও নামই নিশ্চিত করা হচ্ছিল না। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রযোজনা–সংশ্লিষ্ট এক সূত্র নিশ্চিত করেছে, টলিউড অভিনেত্রী ইধিকাই থাকছেন এই ছবির নারী প্রধান চরিত্রে। খুব শিগগিরই চুক্তিতে সই করবেন তিনি। এটাই হতে যাচ্ছে সিয়াম–ইধিকার প্রথম অনস্ক্রিন জুটি। এর আগে ‘সিকান্দার’ ছবিতে একসঙ্গে কাজ করার কথা শোনা গেলেও তা আর হয়নি। কিন্তু ‘রাক্ষস’-এর মাধ্যমে বহুদিনের সেই আলোচনায় এবার আলোর দেখা মিলল। বাংলাদেশি দর্শকদের কাছে ইধিকা পরিচিতি পান শাকিব খানের ব্লকবাস্টার ‘প্রিয়তোমা’ দিয়ে। এরপর ‘বরবাদ’ ও হাসিবুর রেজার ‘কবি’–তেও প্রশংসিত হয়েছেন। পাশাপাশি টলিউডে দেবের সঙ্গে ‘খাদান’ ও ‘রঘু ডাকাত’-এ অভিনয় করে দুই বাংলায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন। অন্যদিকে সিয়ামের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘জংলি’। ক্যারিয়ারের শুরু থেকে তিনি ‘দহন’, ‘বিশ্বসুন্দরী’, ‘শান’, ‘মৃধা বনাম মৃধা’, ‘অপারেশন সুন্দরবন’, ‘দামাল’, ‘অন্তর্জাল’সহ ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার ‘রাক্ষস’–এ তার ...

মাধুরীর পর এবার দীপিকার পাশে দাঁড়ানো নিয়ে সরব হলেন ‘বাহুবলী’ তারকা রানা দাগ্গুবাটি

Image
‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকার সরে দাঁড়ানো ঘিরে ৮ ঘণ্টার শিফট বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই দ্য হলিউড রিপোর্টার রাউন্ড টেবিল ২০২৫-এ রানা জানালেন নিজের মতামত। রানার ভাষায়—ফিল্ম ইন্ডাস্ট্রির কাজকে নিয়মিত চাকরির মানদণ্ডে ফেলা যাবে না। এটি চাকরি নয়, বরং একটি লাইফস্টাইল। প্রতিটি সিনেমার আলাদা পরিকল্পনা ও দাবি থাকে—কখনও আট ঘণ্টায় কাজ শেষ হয়, কখনও লেগে যায় টানা বহু ঘণ্টা। বিভিন্ন অঞ্চলে কাজের ধরনও ভিন্ন—মহারাষ্ট্রে ১২ ঘণ্টা শিফট, তেলুগু ইন্ডাস্ট্রিতে সকাল ৭টা থেকে ৮ ঘণ্টা—সবকিছুই নির্ভর করে মানুষ, প্রকল্প ও স্কেলের ওপর। এদিকে ‘স্পিরিট’-এ দীপিকার জায়গায় এখন তৃপ্তি দিমরি। আর দীপিকা এগিয়ে যাচ্ছেন নতুন সব প্রজেক্টে—আল্লু অর্জুন–অ্যাটলি সিনেমা এবং শাহরুখ খানের সঙ্গে বহু প্রতীক্ষিত ‘কিং’। *Photo: Collected #DeepikaPadukone #RanaDaggubati #BollywoodNews #FilmIndustryDebate  

বাবা হলেন সংগীতশিল্পী ইমরান—ঘরে এলো নতুন অতিথি!

Image
জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুলের পরিবারে এসেছে খুশির খবর। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরানের স্ত্রী মেহের আয়াত জেরিনের কোলে এসেছে একটি ফুটফুটে কন্যাসন্তান। বিষয়টি প্রথম নিশ্চিত করেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। তিনি জানান, মা ও মেয়ে দু’জনই আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছেন। ইমরানও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আনন্দঘন এই মুহূর্তটি শেয়ার করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, প্রথমবার বাবা হলাম! আল্লাহ আমাকে একটি সুন্দর সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট্ট রাজকন্যার আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে তুলবে। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য।” ২০২৩ সালের ২৪ মে পারিবারিক আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ইমরান ও মেহের আয়াত জেরিন। ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’-এর প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসেন ইমরান, এরপর থেকে একক গায়ক, সংগীত পরিচালক ও স্টেজ পারফর্মার হিসেবে নিজের অবস্থান দৃঢ় করে তুলেছেন। #ImranMahmudul #BabyGirl #CelebrityNewsBD #BlessedFamilyMoment  

নীশি: প্রথম EMA অ্যাওয়ার্ডজয়ী বাংলাদেশি চলচ্চিত্রের দেশে প্রিমিয়ার আগামী সপ্তাহে

Image
বাংলাদেশি চলচ্চিত্র “নীশি” যুক্তরাষ্ট্রের সম্মানজনক এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (EMA) অ্যাওয়ার্ড জয়ের পর এবার দেশেই প্রথমবারের মতো পর্দায় আসছে। আগামী ৬ ডিসেম্বর বিকেল ৩টায় , ঢাকার জার্মান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হিসেবে ছবিটির বিশেষ প্রদর্শনী হবে—এমনই জানিয়েছে ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া। গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যের ওপর নির্মিত এই চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন রাব্বানী ও জহিরুল ইসলাম। দেশীয় প্রিমিয়ার প্রসঙ্গে রাব্বানী বলেন, “চলচ্চিত্রটি বিশ্বের বহু দেশে ঘুরে এসেছে, স্বীকৃতিও পেয়েছে। তবে নিজের দেশের দর্শকদের সামনে দেখানোর আনন্দই আলাদা। অনেকেই ব্যক্তিগতভাবে দেখতে চেয়েছিলেন—এই প্রদর্শনী সেই অপেক্ষার অবসান ঘটাবে।” ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকা’র যৌথ প্রযোজনায় তৈরি “নীশি” –তে দেখানো হয়েছে এক চা–শ্রমিক কন্যার জীবনসংগ্রাম। পানির সংকটে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এ সুযোগে কাঠ ব্যবসায়ী লালচান টিউবওয়েলের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা নীশিকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। চলচ্চিত্রটির ...